মেয়ের মন রাখতে বিয়েতে তাঁর সমান ওজনের বই উপহার দিয়ে তাক লাগিয়ে দিলেন বাবা

বাংলাহান্ট ডেস্কঃ অবিশ্বাস্য হলেও সত্যি। মেয়ের বিয়েতে (Marriage) তাঁর ওজনের সমান বই (Book) উপহার দিলেন পিতা। মেয়ের বিয়েতে গহনা, আসবাবপত্র, টাকা পয়সা দিতে দেখা যায় তো সব সময়ই। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটল গুজরাটে (Gujarat)। মেয়ের কথা রাখতে মেয়ের ওজনের সমান  বই উপহার দিলেন বাবা। ঘটনার তারিফ করলেন সকলে।

boi

রাজকোট জেলার গুজরাটের এক গ্রামে মেয়ের বিয়েতে মেয়েকে ২২০০ বই দিয়ে বিদায় দিলেন বাবা হর্দেব সিং যাদেজা। পেশায় শিক্ষক হর্দেব সিং যাদেজার মেয়ে কিন্নরী ছোট বেলা থেকেই বই পড়তে খুব ভালবাসত। তাঁদের বাড়িতেও ৫০০ বই সমন্বিত একটি লাইব্রেরি রয়েছে। কিন্নরীর বিয়ে ঠিক হওয়ার পর, সে বিয়েতে কি নেবে জানতে চায় তাঁর বাবা। এর একদিন পর কিন্নরী তাঁর বাবাকে বইয়ের এক লম্বা লিস্ট দেন। এবং বলেন বিয়েতে যৌতুকের (dowry) বদলে এই বইগুলো বিয়েতে দিলে সে বেশি খুশি হবে। গত ১৩ ই ফেব্রুয়ারী ইঞ্জিনিয়ার পূর্বজিতের সঙ্গে কিন্নরীর বিবাহ সম্পন্ন হয়।

এই বিপুল সংখ্যক বই একবারে জোগাড় করা হর্দেব সিংএর পক্ষে সম্ভব ছিল না। বিগত ৬ মাস ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মেয়ের জন্য বই সংগ্রহ করেন। বিভিন্ন ভাষার বই নিয়ে আসেন তিনি। যার মধ্যে ছিল কোরান, বাইবেল, বেদ উপনিষদ সমগ্রসহ আরও নানান ধরনের বই। কিন্নরীর বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তিরা তাঁকে আরও ২০০ টি বই উপহার দিলে কিন্নরীর এই খুশি আরও দ্বিগুণ হয়ে যায়।

বিয়েতে আগত অতিথিরা কিন্নরী এবং তাঁর বাবার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। পণপ্রথার বিরুদ্ধে গিয়ে তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানায় এলাকাবাসী।

 

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর