একশো দিনেই পুরভোট করার ইঙ্গিত অভিষেক ও প্রশান্ত কিশোরের বৈঠকে

বাংলা হান্ট ডেস্ক : সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনে রাজ্যে তৃণমূল হ্যাটট্রিক ফলাফল করেছে। আর এতেই রাজ্যের শাসক শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে তাই আগামী পুরসভা ভোট এবং বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে শাসক শিবির। শুধু শাসক শিবির নন ভোট গুরু প্রশান্ত কিশোর উপনির্বাচনের অগ্নি পরীক্ষায় জয়লাভের পর কিন্তু ঢিলেমি দিতে নারাজ তাই আগামী তিন মাসের মধ্যেই পুরসভা ভোটে সাফল্য পেতে চাইছে। তাই তো একশো দিনের মধ্যে কলকাতা পুরসভা ভোট গঠন করার বার্তা দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

একদিকে সাফল্য তো পেতেই চাইছে অন্য দিকে রাজ্যের বেশির ভাগ পুরসভা এলাকাগুলিতে প্রায় এক বছর হতে চলল পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ইতিমধ্যেই সেই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি কিন্তু মাঠে নেমে পড়েছে তাই তো আর দেরি নয়। তিন মাসের মধ্যেই পূর্ব নির্বাচন করতে চাইছে শাসক শিবির এমনটাই ইঙ্গিত দিল প্রশান্ত কিশোর এবং অভিষেকের বৈঠকে।

   

নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও উত্তর চব্বিশ পরগনার নেতাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক থেকেই প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই ঠিক করেছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও রাজ্যে পুরভোট নির্বাচন না হওয়া নিয়ে কমিশনের কাছে নালিশ করেছে মুকুল রায় তাই তো কোনও অবস্থাতেই তেরি করা যাবে না বলেই মনে করছেন শাসক শিবিরের একাংশ।

তবে শুধুমাত্র পুরভোট নয় পঞ্চায়েত ভোট করে নেওয়ার চেষ্টায় রয়েছে শাসক শিবির তাও আবার আগামী তিন মাসের মধ্যেই। একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরসভা ভোট এবং পঞ্চায়েত ভোটেও যে বড়সড় সাফল্য পেতে মরিয়া শাসক শিবির তা এক প্রকার বোঝাই যাচ্ছে। কারণ লোকসভা নির্বাচনে একটু হলেও তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে আর তাই ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়ে এগোচ্ছে তৃণমূল।

সম্পর্কিত খবর