‘তালিবানি শাসনে কাবুলের পরিস্থিতি ঘনির তুলনায় ভালো!’ আফগানিস্তান নিয়ে অবাক করা বয়ান রাশিয়ার

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘনির (Ashraf Ghani) থেকে, আফগানিস্তানের পরিস্থিতি অনেক ভালো রাখবে তালিবানরা (taliban)- এমনই এক অবাককর মন্তব্য করল রাশিয়া (russia)। আফগান সরকারকে ফেলে দিয়ে, তালিবানরা কাবুল দখল নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই, তালিবান শাসনকে প্রাধান্য দিলেন আফগানিস্তান স্থিত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রে খবর, মস্কোতে ইকো মস্কভি রেডিও স্টেশনে রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন অনেক শান্তিপূর্ণ রয়েছে। শহরে সবকিছু ঠান্ডাও রয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘনির থেকে, আফগানিস্তানের পরিস্থিতি অনেক ভালো রাখবে তালিবানরা’।

1628993812 taliban

তিনি আরও বলেন, আশরাফ ঘনির শাসন তাসের কার্ডের মত ছড়িয়ে গিয়েছিল। বিশৃঙ্খলা চরমে ছিল, মানুষ আশাহত হয়ে পড়েছিল এবেং উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরছিল। কিন্তু তালিবানদের মাত্র ২৪ ঘণ্টা শাসনেই বোঝা যাচ্ছে, আফগানিস্তানের আগত সময় কতোটা সুন্দর হতে চলেছে’।

দিমিত্রি জিরনভ আরও বলেন, ‘প্রথমে তালিবানরা নিরস্ত্র হয়েই কাবুলে প্রবেশ করেছিল। এরপর সরকার এবং আমেরিকান বাহিনীকে অস্ত্র সমর্পণ করতে বলে। কিন্তু সরকার আত্মসমর্পণ করতে অস্বীকার করলে, অস্ত্র হাতে রাজধানীতে প্রবেশ করে তালিবানরা। আর সেই ভয়ে পদত্যাগ করে কাবুল ছেড়ে পালিয়ে যান প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘনি’।

আশরাফ ঘনির পালিয়ে যাওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, ‘চারটি গাড়ি এবং নগদ অর্থ ভর্তি হেলিকপ্টার নিয়ে পালিয়ে যান ঘনি। সরকারী কোষাগার ফাঁকা করে দিয়ে চলে যায় ঘনি। তবে তালিবানরা প্রথমেই কিন্তু রাশিয়ান দূতাবাসকে সুরক্ষা নিয়ন্ত্রণ করেছিল। এখানে ১০০০ জনেরও বেশি কর্মী রয়েছেন। মঙ্গলবার তালিবানদের সঙ্গে সুরক্ষার বিষয়ে আলোচনা রয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর