করোনার সময় দরিদ্রদের সাহায্যে ধনীদের দিতে হবে ট্যাক্স, বড় সিদ্ধান্ত নিল এই দেশ

বাংলা হান্ট ডেস্ক: করোনা মহামারী শুরুর সময় ভারতের মতোই সিংহভাগ দেশেই ছিল লকডাউন। সেই কারণে অনেক মানুষই কর্মহীন হয়েছেন। দরিদ্রদের অবস্থা আরও খারাপ হয়েছে। এসবের মাঝেই দরিদ্রদের সাহায্যের জন্য বড় সিদ্ধান্ত নিল আর্জেন্টিনার (Argentina) প্রশাসন। এবার থেকে সেখানকার ধনী ব্যক্তিদের দিতে হবে অতিরিক্ত ট্যাক্স।

বিসিসি সূত্রে খবর, সেদেশের সরকার নতুন নিয়ম জারি করেছে, এবার থেকে যাদের সম্পত্তির পরিমাণ ১৭.৭ কোটি টাকার বেশি, তাদের অতিরিক্ত কর দিতে হবে। আর্জেন্টিনায় এমন লোকের সংখ্যা ১২ হাজারের বেশি। শুক্রবারই সেদেশের সেনেটে এই নতুন আইন পাশ হয়েছে। সরকারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Argentina

নতুন এই বিল অনুযায়ী, ধনী ব্যক্তিদের অতিরিক্ত এই কর বছরে একবারই দিতে হবে। এই প্রসঙ্গে সেখানকার পার্লামেন্টের সদস্য কার্লোস কাসারিও জানান, করোনা মহামারীর ফলে দেশের অনেক মানুষ মারা গিয়েছেন। অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে। দেশ একটা ‘যুদ্ধ’ শেষ করে উঠেছে। নতুন আইনে ধনীদের বছরে একবারই তাদের সম্পত্তির এক থেকে তিন শতাংশ কর দিতে হবে। আর কোনও ধনী ব্যক্তি বিদেশে টাকা রাখলে তাঁকে সারচার্জ হিসেবে ৫০ শতাংশ ট্যাক্স দিতে হবে।

Argentina

উল্লেখ্য, আর্জেন্টিনায় মোট ৪৫ লক্ষ মানুষের বাস। সেখানে ইতিমধ্যেই ১৪.৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৩৯ হাজার মানুষ। তবে ধীরে ধীরে সেখানকার করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সম্পর্কিত খবর