ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে আট উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

টিটোয়েন্টি সিরিজের পর ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে গতকাল। গতকাল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল চেন্নাইয়ে। প্রথম ম্যাচে ভারতকে আট উইকেটে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ।

   

এইদিন প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রণ পোলার্ড। এরফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারতীয় দল। ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার কে এল রাহুলকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। মাত্র 6 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান রাহুল। তারপর অধিনায়ক বিরাট কোহলি নামলে মাত্র চার রান করে তিনিও ফিরে যান। এরফলে পরপর দুজন ব্যাটসম্যান কে হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই সময় দলের হাল ধরেন সহ অধিনায়ক রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। ব্যক্তিগত 36 রান করে ফিরে যান রোহিত শর্মা। তারপর উইকেট রক্ষক ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভারে 287 রান তোলে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ঋষভ পন্থ 71 এবং শ্রেয়স আইয়ার 70।

ভারতের 288 রানের টার্গেট চেস করতে নেমে শুরুতেই ওপেনার এমব্রিস কে হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ব্যাটিং করতে আসেন হেটমায়ার। হেটমায়ার এবং শাহী হোপসের ব্যাটে ভর করে 8 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন শাহী হোপস 102 এবং হেটমায়ার 139। ভারতীয় বোলারদের মধ্যে সামি এবং চাহার একটি করে উইকেট পেয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর