বন্যায় হাহাকার বিহারে, গর্ভবতী মহিলাকে টিউবের উপর বসিয়ে পৌঁছানো হল হাসপাতাল

বাংলাহান্ট ডেস্কঃ বিহারের (Bihar) অনেক জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার জল অনেক অঞ্চল প্রবেশ করেছে। ওখানকার মানুষের হয়ে উঠেছে অসহায় পরিস্থিতি। একদিকে করোনা  সংক্রমণ নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে। আর আরেকদিকে বন্যা পরিস্থিতি, বিহারের মানুষের কী নিদারুণ কষ্ট? এমনই এক কষ্টের ঘটনা আমদের সামনে এল, যা শুনলে আপনিও চোখে জল রাখতে পারবেন না।

   

জানা গিয়েছে, বিহারের অনেক নদী বিপদের চিহ্নের উপরে প্রবাহিত হচ্ছে। বন্যার ফলে সীতামারী, শিবহর, সুপৌল, কিশনগঞ্জ, দরভাঙ্গা, মুজাফফরপুর, গোপালগঞ্জ, পূর্ব ও পশ্চিম চম্পারনের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে।

ওখানকার মানুষ যেন অভাগা উঠেছে। দিশাহীন মানুষগুলো কী করবে ভেবেই পাচ্ছে না? বন্যায় হাহাকার বিহারে, গর্ভবতী মহিলাকে টিউবের উপর বসিয়ে পৌঁছানো হল হাসপাতাল।

জল এতটাই পরিপূর্ণ যে এমনকি মানুষের আগমনও কঠিন হয়ে পড়েছে। এমনই এক ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক গর্ভবতী মহিলাকে গ্রামবাসীরা হাসপাতালে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি বিহারের দ্বারভাঙ্গা জেলার আশারা কেওয়াতি গ্রামের। একটি গর্ভবতী মহিলা এবং তার মাকে একটি নলের উপর বসে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর