স্পেনে হাসপাতালের মধ্যে ডাক্তার নার্সরা করল ওম মন্ত্র পাঠ, গর্ব প্রকাশ ভারতীয়দের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় (India) মাহাত্ম। করোনা ভাইরাস যেহেতু স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তাই এর আগে বিদেশি নাগরিকদের দেখা গিয়েছিল হ্যান্ড সেকের বদলে হাত জোড় করে নমস্কার করতে। ভারতীয় রীতি মেনে হাত জোড় করে নমস্কার করায়, অন্যের সাথে স্পর্শের কোন যোগ থাকে না। তাই সেই পন্থাকেই অবলম্বন করেছিল বিশ্বের উন্নত সব দেশ। আর বর্তমানে আবারও সেই ভারতীয় রীতি অনুসরণ তথা হিন্দু মন্ত্র জপ করতে দেখা গেল ইউরোপের উন্নত দেশ স্পেনকে (Spain)। চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের দেখা গেল ‘ওঁম মন্ত্র’ জপ করতে।

চীনের উহান প্রদেশে প্রথম উৎপত্তি হলেও মারণরোগ করোনা ভাইরাস চীন ছাড়িয়ে বিশ্বের প্রায় সব দেশেই হানা দিয়েছে। বর্তমানে চীনের পরিস্থিতি স্বাভাবিক হলেও, মৃত্যুর নগরিতে পরিণত হয়েছে ইতালি, স্পেন এবং মাঋক যুক্তরাষ্ট্র আমেরিকা। চিকিৎসক এবং চিকিৎসা বিষয়ক সরঞ্জামের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। জায়গাও অনেক কম। দ্রু গতিতে বেড়ে চলেছে রোগীর সংখ্যা। স্পেনে এখনও অবধি আক্রান্তের সংখ্যা ৯৪ হাজারের বেশি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার।

ক্রমাগত উপছে পড়ছে রোগীর সংখ্যা। সঠিক প্রতিষেধক আবিষ্কার হতে এখনও অনেক দেরী। এই পরিস্থিতিতে চিকিৎসকরা তাঁদের সাধ্যমত চেষ্টা করে চলেছে রোগীদের সুস্থতার জন্য। দেশের এই সংকটময় অবস্থায় স্পেনের এক হাসপাতালের একটি ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের কর্মীরা এবং চিকিৎসকরা একত্রে দাঁড়িয়ে জপ করছেন হিন্দু মন্ত্র ‘ওঁম মন্ত্র’। কথিত আছে এই মন্ত্র জপ করলে অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায়। তাই হিন্দুদের যে কোন মন্ত্র উচ্চারণের শুরুতে ‘ওঁম’ শব্দ ব্যবহার করা হয়।

আবার শিখ ধর্মের ক্ষেত্রে ‘সাতনাম ওয়াহেগুরু’র প্রার্থনা শিখদের কাছে সবার আগে। তাই রোগীদের আরোগ্য কামনায় স্পেনের হাসপাতালে শোনা গেল ‘সাতনাম ওয়াহেগুরু’ র মন্ত্র এবং হিন্দু মন্ত্র ‘ওঁম’ জপ করতে। আর উন্নতশীল দেশের এই ভিডিও দেখে শত কষ্টের মধ্যেও ভারতীয়রা গর্বিত বোধ করল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর