সব ট্রেনের কোচে বসবে সিসিটিভি, যাত্রী সুরক্ষায় উদ্যোগী ভারতীয় রেল

বাংলা হান্ট ডেস্কঃ রাতের ট্রেনে দুষ্কৃতী হামলার দুঃশ্চিন্তা থেকে এবার মুক্তি পাবেন রেলযাত্রীরা । যাত্রী নিরাপত্তা বাড়াতে নয়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। আগামী দু-বছরের মধ্যে গোটা ভারতে মেল ট্রেন ও এক্সপ্রেস ট্রেনের সমস্ত কোচে বসতে চলেছে সিসিটিভি ক্যামেরা।

   

রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানিয়েছেন, সমস্ত কোচের ভিতরে করিডর এবং দরজার উপর সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। ট্রেনের ভিতরে কারা প্রবেশ করছে তা সহজেই ক্যামেরাবন্দী হবে। আর করিডরের মধ্যেও কোনও দুষ্কর্ম করার চেষ্টা করলে তাও ধরা পড়বে ওই করিডরে থাকা ক্যামেরার মধ্যে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মুখ শণাক্তকরণের সফটওয়্যারও ব্যবহার করা হবে । যাতে অপরাধীকে  সহজেই শণাক্ত করে নিতে পারে রেল । সব মিলিয়ে অপরাধ ও অপরাধীদের দমন করতে কড়া নজর রাখতে প্রস্তুত হচ্ছে ভারতীয় রেল ।

সুরক্ষার দিক থেকে কোনওরকম খামতি রাখতে চায় না রেল । তাই রেলের তরফে ২০২২ সালের মধ্যে নতুন এই পদক্ষেপকে বাস্তবায়িত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । যদিও চলতি বছরে সে রকম বড় কোনও দুর্ঘটনার সাক্ষী থাকেনি ভারতীয় রেল । তবু বিগত কয়েক বছরে বিক্ষিপ্ত অনেক ঘটনাই ঘটেছে দূরপাল্লার ট্রেনগুলিতে। বারবার যাত্রী নিরাপত্তার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন রেলযাত্রীরা। সে সমস্যার সমাধান করতেই রেল কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছে ।

তবে রেলের ভাঁড়ারে আর্থিক সঙ্কট রয়েছে বর্তমানে । সেটিও যথেষ্ট ভাবনার বিষয় । গোটা দেশে কয়েকশ হাজার দূরপাল্লার ট্রেন চলে, সমস্ত কোচে একাধিক সিসিটিভি বসাতে খরচের পরিমাণটা অনেকটাই হবে, বলা বাহুল্য।

 

 

সম্পর্কিত খবর