বর্ষায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, আশঙ্কায় বোম্বের আইআইটির গবেষকরা

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনার (corona) জেরে ভয়াবহ পরিস্থিতি ভারতে (india)। বর্তমানে বহু মানুষ সুস্থ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে লকডাউন চললেও নিয়েন্ত্রনে আসেনি করোনা সংক্রমণ। দিনেদিনে লাফিয়ে লাফিয়ে ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার পর ঢুকে পড়েছে বর্ষা। আর এই বর্ষায় বাড়তে পারে করোনা সংক্রমণ। এমনই আশঙ্কা করল আইআইটি বোম্বের গবেষকরা।

সম্প্রতি, গবেষণাপত্রের তথ্যের ভিত্তিতে IIT Bombay-এর গবেষকদের আশঙ্কা, বর্ষার আর্দ্র-শীতল আবহাওয়াতে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে করোনা সংক্রমণের ঘটনা। গবেষক দলের অন্যতম দুই সদস্য অধ্যাপক অমিত আগরওয়াল এবং রজনীশ ভরদ্বজের মতে, বর্ষায় সর্দি-কাশির সমস্যা বৃদ্ধি পায়। হাঁচি-কাশি থেকে নির্গত ড্রপলেট আর্দ্র-শীতল ভারি বাতাসে দীর্ঘক্ষণ স্থায়ী হয়। শুধু তাই নয়, বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে ড্রপলেট বা তার সঙ্গে থাকা ভাইরাসের কণা সহজেই ছড়িয়ে পড়তে পারে। তাই বর্ষায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করেছেন তাঁরা। গরম আবহাওয়ায় ড্রপলেটসগুলি তত্ক্ষণাত বাষ্প হয়ে শুকিয়ে যায়, তাই ঝুঁকির হার কম। তবে, ইন্ডিয়ান কাউন্সিল অফ সায়েন্সেস (আইসিএমআর) এবং এইমস উভয়ই এ জাতীয় গবেষণাকে সমর্থন করেনি।

যদি এই তত্ত্বটি সত্য প্রমাণিত হয় তবে মুম্বাইয়ের মতো অঞ্চলে বিশাল ক্ষতি হতে পারে। কারণ প্রতি বছর মুম্বইতে বর্ষাকালে বৃষ্টির ফলে বিপর্যয় দেখা দেয়। মুম্বইয়ের আবহাওয়াও সাধারণত আর্দ্র হিসাবে পরিচিত। এদিকে, মহারাষ্ট্রের করোনা দেশের সেই রাজ্যগুলির মধ্যে একটি যেখানে করোনার খুব দ্রুত বিস্তার ঘটেছে। গত দশ দিনে এই প্রবণতা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে।

এ পর্যন্ত মহারাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি করোনা সংক্রমণ হয়েছে। গত চব্বিশ ঘন্টার মধ্যে তিন হাজারেরও বেশি সংক্রমিত হওয়ার তথ্য মিলেছে। একই সঙ্গে দেশে জুড়ে এই সংখ্যা প্রায় তিন লক্ষ ছুঁতে চলেছে।

সম্পর্কিত খবর