দু’দিনে ৮৫০ টাকা কমল সোনার দাম,মুখে হাসি মধ্যবিত্তের

বাংলাহান্ট ডেস্কঃ দেশের অন্যান্য মেট্রো শহরের মত কলকাতায় ফের কলকাতায় সোনার দাম এসেছে বড়সড় পতন। পরদিন দু’দিনে প্রায় ৮৫০ টাকা কমল সোনার দাম। বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম 24 ক্যারাট সোনার দাম ছিল ৪৪,১৫০ টাকা। আজ সোনার দাম ৩৫০ টাকা কমেছে। পাশাপাসি ১০ গ্রাম গহনা সোনার দাম ৩৩০ টাকা কমে ৪১,৫৬০ টাকা।ট্রেন্ড মেনে রুপোর দামও পরপর দু’দিনে কমল অনেকটা। প্রতি কেজি খুচরো রুপো কিনতে ৫৫০ টাকা কমেছে।

বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।

Gold Ornaments 3

গত কয়েকদিনে উর্দ্ধ মুখী ছিল সোনার দাম। এবার কমল সোনার দাম। যার জেরে স্বস্তির হাসি দেশের মধ্যবিত্তের।। সব মিলিয়ে এই মরশুমে হাসি চওড়া মধ্যবিত্তের।গত কয়েক বছর ধরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে। যার জন্য দেশের মধুবিত্তের কপালে চিন্তার ভাজ পড়েছে। স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে।

অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য।একই সাথে সোনার দাম বেড়ে যাওয়ার কারনে মাথায় হাত মধ্যবিত্তেরও। সামনেই বিয়ের মরশুম। আর ভারতীয় পরিবারে সোনা ছাড়া বিয়ে কল্পনা করাই যায় না।

 

সম্পর্কিত খবর