উত্তরপ্রদেশে যোগী সরকারের সাফল্যের তালিকায় উঠে এল এনকাউন্টার পরিষেবার নাম

বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে যে কোনও ঘটনা ঘটলেই কাঠগড়ায় তোলা হয় আদিত্যনাথ যোগীর নেতৃত্বাধীন সরকারকে৷ দু বছর আগে ক্ষমতায় আসার পর থেকে উত্তর প্রদেশের ভোল বদল করে দিতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন আদিত্যনাথ৷ আর প্রতিটি ক্ষেত্রেই সফল হয়েছেন তিনি৷ এবার প্রকাশ্যে এল যোগী সরকারের আমলে সাফল্যের ঘটনাগুলি৷ আর যোগী সরকারের সাফল্যের তালিকায় উঠে এলেও এনকাউন্টারের ঘটনার নাম৷

মাত্র দু বছর মসনদে বসে এখনও অবধি সেই রাজ্যে তিন হাজারের বেশি এনকাউন্টার হয়েছে আর তাতেই প্রাণ গিয়েছে 69 জন দুষ্কৃতীর৷ আহতের সংখ্যা ছুঁয়েছে প্রায় হাজার৷ যোগী সরকারের এই এনকাউন্টার কৌশলের জেরে মৃতের সংখ্যা বাড়লেও দুষ্কৃতীদের গ্রেফতারের সংখ্যাও কিন্তু বেড়েছে৷ এই দুই বছরে গ্রেফতার হয়েছেন 7,043 জন৷ একই সঙ্গে পাল্লা দিয়ে আত্মসমর্পণ করেছেন অনেকেই৷শুধুমাত্র দুষ্কৃতী নয় পুলিশ এনকাউন্টার হয়েছে গুলির ঘটনায়৷

   

ক্ষমতায় আসার পর থেকে পুলিশের ওপর স্বাধীনতা আরোপ করেন আদিত্যনাথ যোগী৷ দুষ্কৃতীদের ওপর স্পষ্ট বার্তা দেন দুর্বৃত্তদের হয় জেলে যেতে হবে নয়তো এনকাউন্টারে মরতে হবে৷ সেই কথাটি আসরে কতটা সত্যি তার প্রমাণ দিলেন৷ তবে এনকাউন্টারের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছে রাজ্যের মানবাধিকার সংগঠন থেকে রাজ্যবাসী৷ এমনকি যদি সরকারের এই এনকাউন্টার বিরুদ্ধে সিট গঠনের আর্জিও জানিয়েছিল বেশ কয়েকটি সংস্থা৷

সম্পর্কিত খবর