রাজ্যের আরেক মন্ত্রীকে পুত্র সহ তলব! জ্যোতিপ্রিয়র পর ফের গ্রেফতারি ? ঘনাচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ, পুর দুর্নীতি থেকে রেশন কাণ্ড। একাধিক ইস্যুতে বারংবার নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। গারদবন্দিও রয়েছেন বেশ কয়েকজনা। সম্প্রতি রেশন কেলেঙ্কারি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। আর এবার সেই উত্তপ্ত অবহেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরিকে (Akhil Giri, Suprakash Giri) আয়কর দফতরের নোটিশের (Income Tax Notice) খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১৩ নভেম্বর বাবা-ছেলেকে হাজিরার নির্দেশ দিয়েছে আয়কর দফতর। পূর্ব মেদিনীপুরের বিধায়ক তথা কারামন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি বর্তমানে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন। কারামন্ত্রীর সাথে সাথে তার জন্যও নোটিস গিয়েছে। মেল মারফত আয়কর দফতরের নোটিশ পেয়েছেন তিনি।

   

যদিও এই বিষয়ে সুপ্রকাশবাবুর অভিযোগ, বিজেপির কিছু নেতার বক্তব্যের পরেই আয়কর দফতর তাদের নোটিশ পাঠিয়েছে। এক্ষেত্রে তদন্তে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মন্ত্রীপুত্র।

আরও পড়ুন: গ্রেফতারির ১০ মাস পর ফের অ্যাকশন? ED-র কাণ্ডে এবার ঘুম উড়ল জেলবন্দি কুন্তলের

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এক সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছিলেন, কারামন্ত্রীকে ও তার পুত্রকে ইনকাম ট্যাক্সের তরফে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ তাদের হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন বিধায়ক।

akhil giri

প্রকাশ্য সভায় দাঁড়িয়ে শুভেন্দুর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। যদিও সেই সময় এই বিষয় সম্পূর্ণ অস্বীকার করে কারামন্ত্রী বলেছিলেন, আয়কর দফতরের তরফে তাদের কোনও নোটিশ ধরানো হয়নি। তবে এদিন অবশ্য মন্ত্রী ইনকাম ট্যাক্সের নোটিশের কথা নিজ মুখে স্বীকার করে নেন। তিনি বলেন, ‘অবশ্যই এই নোটিশের উত্তর দেব, নিয়ম মেনেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর