পরিবর্তন,ধরবো ধরবো করবেন কিন্তু ৩০ সেকেন্ড পেরিয়ে গেলে ধরতে পারবেন না, জেনে নিন বিস্তারিত!

 

অমিত সরকার ঃক্রিং ক্রিং ক্রিং ক্রিং; রাজা কো রানি সে পেয়ার হো গেয়া; চিরদিনই তুমি যে আমার; না না ঠিকই শুনেছেন আপনি কোন গানের অনুষ্ঠানে বা কোন সংগীত অনুষ্ঠানে আসেন নি । আসলে এগুলো আজকালকার দিনে ফ্যাশান দুনিয়ার এক অভিনব বিপ্লব। যেখানে মোবাইল টিপলে আপনি বলতে পারবেন গান। মোবাইলের রিংটোন কলার টিউন গান আপনার বাজবে কিন্তু সেখানেই এবার আসতে চলেছে নতুন নতুন চমক। নতুন নিয়মের জেরে আপনার গানের সময়সীমাও কিন্তু কমতে চলেছে অর্থাৎ রিংটোন এর সময়সীমা: ফের মোবাইল গ্রাহকদের জন্য নয়া বিধি চালু করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই৷ নিয়ন্ত্রক সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে মোবাইলের ইনকামিং কলের রিং হবে ৩০ সেকেন্ড৷

ল্যান্ডলাইনের ক্ষেত্রে তা ধার্য করা হয়েছে ৬০ সেকেন্ড৷ কিন্তু, নয়া এই ব্যবস্থায় মিসড কলের প্রবণা বাড়বে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ হ্যাঁ এর আগে এই সময়সীমা শুধুমাত্র জিও কমিয়ে ছিল। তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০ বা ৬০ সেকেন্ডের মধ্যে ফোন না ধরা গেলে কলটি বিচ্ছিন্ন হয়ে যাবে৷ শুক্রবার টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়েছে, টেলিফোন পরিষেবায় সংশোধন দ্রুত কার্যকর করা হবে৷ হ্যাঁ এই পরিবার নতুন ভাবে কার্যকর হলে পরিবর্তন আসতে পারে আরো নতুন নতুন বিষয়

সম্পর্কিত খবর