কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা মন্ত্রিসভার

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য রয়েছে দারুণ সুখবর। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগেই কর্মীদের ডিএ ৩১% থেকে বেড়ে ৩৪% হয়েছে।

AICPI-IW-(All India Consumer Price Index for Industrial Workers)-এর ডিসেম্বরের প্রাপ্ত তথ্য পাওয়ার পরই কর্মচারীরা ৩% মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মীদের মার্চ মাসের বেতনের সাথে অ্যাকাউন্টে নতুন ডিএ জমা হবে বলেও জানা গিয়েছে।

এখন থেকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা ৩৪% হারে মহার্ঘ ভাতা পাবেন। শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকাঙ্কের তথ্য অনুযায়ী (AICPI সূচক) ২০২১-এর ডিসেম্বরের সূচকে এক পয়েন্ট কমেছে। উল্লেখ্য যে, মহার্ঘভাতার জন্য ১২ মাসের সূচকের গড় হল ৩৫১.৩৩। যেখানে মহার্ঘভাতার পরিমান ৩৪.০৪%। কিন্তু, মহার্ঘভাতা সর্বদা পূর্ণ সংখ্যায় দেওয়া হয়। অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মোট মহার্ঘ ভাতা হবে ৩৪%।

উল্লেখযোগ্যভাবে, সরকারের এই সিদ্ধান্তের ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এরপরে, পরবর্তী মহার্ঘ ভাতা গণনা করা হবে এই বছরের জুলাইয়ে। এদিকে, ২০২১ সালের ডিসেম্বরের জন্য AICPI-IW (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স)-এর ডেটা প্রকাশিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে এই সংখ্যা ০.৩ পয়েন্ট কমে ১২৫.৪ পয়েন্টে দাঁড়িয়েছে। নভেম্বরে, এই সংখ্যা ছিল ১২৫.৭। এবং ডিসেম্বরে তা ০.২৪% কমেছে। তবে, এটি মহার্ঘভাতা বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলেনি।

এছাড়াও, মহার্ঘভাতার পরিসংখ্যানে দেখা গিয়েছে যে, ২০২১-এর জুলাইয়ে মহার্ঘভাতার পরিমান ছিল, ৩১.৮১ শতাংশ। আগস্টে তা পৌঁছে যায় ৩২.৩৩ শতাংশে। সেপ্টেম্বরে এই পরিমান ছিল ৩২.৮১ শতাংশ। নভেম্বরে এটি হয় ৩৩ শতাংশ এবং ডিসেম্বরে এই পরিমান দাঁড়ায় ৩৪ শতাংশে।

স্বাভাবিকভাবেই, বর্তমানে ৩ % হারে মহার্ঘভাতা বাড়লেও মোট পরিমান বেড়েছে ৩৪%। যার ফলে যেসমস্ত কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা তাঁদের প্রতি মাসে বেতন বৃদ্ধি পাবে ৫৪০ টাকা। অর্থাৎ বাৎসরিক পরিসংখ্যানে বেতন বৃদ্ধি ঘটবে ৬,৪৮০ টাকা।

MONEY 4

এছাড়াও, যেসমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন ৫৬,৯০০ টাকা সেক্ষেত্রে তাঁদের মাসিক বেতন বৃদ্ধি পাবে ১,৭০৭ টাকা। অর্থাৎ, তাঁদের বার্ষিক বেতন একলাফে বেড়ে যাবে ২০,৪৮৪ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর