পাকিস্তানের উড়ল ঘুম! আরও শক্তি বাড়ছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের, QRSAM মিসাইল হবে সামিল

Published On:

বাংলা হান্ট ডেস্ক: কয়েকদিন আগে ভারত (India) ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এবার ভারত এখন তার এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করতে চলেছে। এর ফলে ভবিষ্যতে আরও সুরক্ষিত হয়ে উঠবে দেশ। মূলত, প্রতিরক্ষা মন্ত্রক আগামী দিনে একটি প্রজেক্টের প্রস্তাব করতে চলেছে। এই প্রজেক্টের আওতায়, প্রতিরক্ষা মন্ত্রক ভারতের (India) এয়ার ডিফেন্স সিস্টেমে QRSAM ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। ৩ টি রেজিমেন্টে এই QRSAM কেনার কথা আলোচনা চলছে বলেও জানা গিয়েছে।

পাকিস্তানের ঘুম ওড়াবে ভারত (India):

এই চুক্তির মূল্য হবে ৩০,০০০ কোটি টাকা: ভারতীয় (India) এয়ার ডিফেন্স সিস্টেমে QRSAM ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তির এই প্রকল্পের মূল্য হবে ৩০,০০০ কোটি টাকা। যেগুলি ৩ টি রেজিমেন্টের জন্য কেনা হবে। এর মধ্যে পশ্চিম এবং উত্তর সীমান্ত অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক ২০২৫ সালের জুনের চতুর্থ সপ্তাহে সম্পন্ন হতে চলা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) সভায় এই প্রকল্পটি উপস্থাপিত করবে।

India air defense system is getting stronger.

QRSAM কী: জানিয়ে রাখি যে, QRSAM অর্থাৎ কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল হল এক ধরণের মিসাইল সিস্টেম। ভারতের (India) এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি MRSAM এবং আকাশের মতো বিদ্যমান সিস্টেমগুলির কমপ্লিমেন্ট হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: দাম কয়েক হাজার কোটি! IPL-এ চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিক্রি হওয়ার পথে RCB

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, QRSAM হল একটি দেশীয় ক্ষেপণাস্ত্র। যেটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO), ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এবং ভারত ডাইনামিক্স লিমিটেড (BDL) এর সহযোগিতায় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: সবথেকে বড় ঘোষণা Apple-এর! চলে এল iOS 26, বদলে যাবে iPhone ব্যবহারের পদ্ধতি

প্রসঙ্গত উল্লেখ্য যে, QRSAM ক্ষেপণাস্ত্রের গতি ঘণ্টায় ৬,০০০ কিমি। এই ক্ষেপণাস্ত্রে HMX/TNT অথবা প্রি-ফ্র্যাগমেন্টেড ওয়ারহেড স্থাপন করা যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩ থেকে ৩০ কিমি। যেটি ৯৮ ফুট উচ্চতা থেকে ৩৩,০০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে। এছাড়াও, নতুন এবং উন্নত প্রযুক্তিতে তৈরি, QRSAM অত্যন্ত উচ্চ গতিতে উড়ন্ত বিমানকে নিষ্ক্রিয় করতে পারে বলেও জানা গিয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।