এশিয়া কাপের সূচি নিয়ে ফের দ্বন্দ্ব লাগল ভারত-পাকিস্তানের মধ্যে।

ফের একবার প্রকাশ্যে এলো ভারত- পাকিস্তান দ্বন্দ্ব।এবার কেন্দ্র ক্রিকেট, ক্রিকেটকে সামনে রেখে ফের একবার শুরু হয়ে গেল ভারত- পাকিস্তান দ্বন্দ্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল এর জন্য কোনো ভাবেই বদল করা হবে না এশিয়া কাপের সূচিতে।

করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। অপরদিকে সেপ্টেম্বর মাসেই রয়েছে এশিয়া কাপ। বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে এই বছর যদি আইপিএল অনুষ্ঠিত না হয় তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কারণে যে কোনো প্রকারে আইপিএল করতে মরিয়া বিসিসিআই। এই নিয়ে আইসিসির সাথে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে বিসিসিআই এর। বিসিসিআই এর তরফে দাবি করা হয়েছে আইসিসির সূচিতে বদল করার। বিসিসিআই এর সেই দাবিতে প্রাথমিকভাবে সম্মতিও জানিয়েছে আইসিসি। আর তারপরে কার্যত যুদ্ধের মেজাজে মাঠে নামতে দেখা গেল পাকিস্থান ক্রিকেট বোর্ডকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আগেও আমাদের যা অবস্থান ছিল এখনো সেই একই অবস্থানে রয়েছে আমরা। আমরা শুনেছি আইপিএলের জন্য এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে কিন্তু এটা যদি করা হয় তাহলে তাতে আমাদের একদমই সমর্থন থাকবে না। আইপিএল এর জন্য কোনোভাবেই এশিয়া কাপ পিছিয়ে দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য এবং বর্তমান পরিস্থিতির কথা ভেবে এশিয়া কাপ পিছিয়ে দেওয়া যেতেই পারে, কিন্তু আইপিএল কে জায়গা করে দেওয়ার জন্য এশিয়া কাপ পিছিয়ে দেওয়া আমরা কখনোই আমরা মেনে নেব না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর