টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই ফেভারিট ধরছেন প্রাপ্তন অজি তারকা গিলক্রিস্ট।

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে অংশগ্রহণ করবে বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশ। তার আগে প্রাক্তন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট বললেন যে আগামী বছর আমাদের দেশে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে সেখানে ফেভারিট হিসেবে থাকবে ভারতীয় ক্রিকেট দল। এছাড়াও তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে এগিয়ে রাখেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং নিজের দেশ অস্ট্রেলিয়াকে।

ভারতের একটি প্রচারমূলক অনুষ্ঠানে এসে তিনি বলেন যে এই মুহূর্তে ভারতীয় দল যে পারফরম্যান্স করছে তাতে আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ফেভারিট হিসেবে মাঠে নামবে। ভারতীয় দল সেমিফাইনাল এমনকি ফাইনাল খেলতেও পারে তবে শেষ পর্যন্ত কোন দেশ বিশ্বকাপ জিতবে সেটা এখনই বলা মুশকিল। তিনি বলেন যে বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। তবে তিনি এই মুহূর্তে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বরে থাকা পাকিস্তানকে খুব একটা পেছনে রাখেন নি।

Gilchrist PTI

সেই সাথে গিলক্রিস্ট বলেন যে আমি আমার ফেভারিট দল গুলির নাম ঘোষণা করলেও টি-টোয়েন্টি ফরমেটে যে শেষ পর্যন্ত কে বাজিমাত করবে সেটা বলা খুবই মুশকিল। কারণ টি-টোয়েন্টি ক্রিকেট অনেকটা লটারির মতো। তাই কখন যে কোন দল কি করে ফেলবে সেটা এখন থেকে বোঝা খুবই মুশকিল। তিনি বলেন যতক্ষণ না কোন দল তাদের জয় সূচক রানটি তুলে নিচ্ছেন ততক্ষণ কে বিজয়ী হবে সেটা বলা খুবই কঠিন।

আগামী বছর 18 ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে 15 ই নভেম্বর পর্যন্ত। তার আগেই 21 শে ফেব্রুয়ারি থেকে 8 ই মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর