আজ ইন্দোরে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেষ্ট, বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না কোহলি ব্রিগেড।

আজ থেকে ভারত- বাংলাদেশের মধ্যে প্রথম টেষ্ট শুরু হচ্ছে ইন্দোরে। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকার পর টেষ্ট সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে ফিরেছেন বিরাট কোহলি। এই বাংলাদেশ দলে তাদের প্রধান দুই খেলোয়াড় তামিম এবং সাকিব নেই তার সত্ত্বেও এই দলকে হালকা ভাবে নিতে নারাজ বিরাট বাহিনী।

কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। আর এবার ইন্দোরের হোলকর স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টেষ্ট সিরিজে নামতে চলেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এই ভারতীয় টেষ্ট দল ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য, কারণ বিরাট কোহলির নেতৃত্বে একটানা এগারোটা টেষ্ট সিরিজ জিতেছে ভারত।

   

পুরো ভারতীয় দল ছন্দে থাকলেও বাংলাদেশ কে হালকা ভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। বরং ভারত অধিনায়ক বিরাট কোহলি চান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল যে ক্রিকেট খেলেছে সেটারই পুনরাবৃত্তি করতে।

ইন্দোরের হোলকর স্টেডিয়াম কার্যত পেশ সহায়ত হতে পারে সেই কথা মাথায় রেখে ভারত অধিনায়ক বিরাট কোহলি তিন পেসার নিয়ে মাঠে নামতে চলেছে। ইন্দোরে শেষ টেষ্টে দ্বিশতরান করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি অপরদিকে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেষ্টেও দ্বিশতরান রয়েছে কোহলির। তাই এই ম্যাচেও ভারতীয় ক্রিকেট ভক্তরা বিরাটের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা করছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর