ভারত বাংলাদেশের বন্ধুত্ব হবে অটুট, বারানসীতে গড়ে উঠছে বৃহৎ নৌ পরিবহন ব্যবস্থা

বাংলাহান্ট ডেস্কঃ বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করার পর এবার বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে ভারত (india) বাংলাদেশ (bangladesh)। বাণিজ্যিক সম্পর্ককে মান্যতা দিতে বিভিন্ন পন্থা অবলম্বন করতে শুরু করেছে। জলপথে ব্যবসা করার দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশ।

ভারত বাংলাদেশের এই নৌ পরিবহন ব্যবস্থাকে জোরদার করার জন্য সোমবার বাবতপুর বিমানবন্দর থেকে বানারসে পৌঁছে গিয়েছেন ৬ সদস্যের একটি টিম। এই কমিটি প্রথমে ভগবান বুদ্ধের প্রথম উপদেশ স্থল সারনাথে পৌঁছায়। সেখানে পুজোপাঠেও অংশ নেয়।

ভারত,india,বাংলাদেশ,bangladesh

জানা গিয়েছে, শীঘ্রই আবার বানারসের সফরে আসতে পারে বাংলাদেশের এই টিম। ধারণা করা হচ্ছে, ভারত বাংলাদেশের মধ্যেকার এই সম্পর্ক একটা মাইলফলকের মত তৈরি করতে পারে। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক বিভাগের বেশ কয়েকজন প্রথম সারির ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

এই টিম প্রথমে শনিবার ট্রেনে করে মুঘলসরাই পৌঁছেছিল। তারপর সেখান থেকে দ্বিতীয় দিন রামনগর বন্দরগাও হয়ে সেখানকার প্রশাসনিক ভবনে ভারতের সঙ্গে বৈঠকে অংশ নেয়। জানা গিয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই কমিটিকে শীঘ্রই আবারও ভারত আসতে হতে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর