হাইড্রোলজিক্যাল ডেটা’ চুক্তি বাতিল করল ভারত। বড় সমস্যার মুখে পাকিস্তান।

 

 

বাংলা হান্ট ডেস্ক:জম্মু কাশ্মীরে উপত্যকায় ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে পাকিস্তানের কান্ডজ্ঞানহীন আচরণ করে গেছে তাতে দু’দেশের সম্পর্কে র চরম অবনতি ঘটেছে। এবার আর কোনও রকম সৌজন্যের পর্দা রাখতে রাজি নয় ভারত। আর সে জন্যই পাকিস্তানের সঙ্গে ১৯৮৯ সালে হওয়া ‘হাইড্রোলজিক্যাল ডেটা’ আদান-প্রদান করার চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল ভারত। বুধবার এ কথা জানিয়েছেন ‘ইন্দাস ওয়াটার’-এর ভারতের কমিশনার পি কে সাক্সেনা।

এই চুক্তি সই করার পর থেকে সীমান্তের নানা জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত সত্ত্বেও প্রতি বছরই সৌজন্যের খাতিরে এই চুক্তির পুনর্নবীকরণ করা হত।এই চুক্তি অনুযায়ী, জল যদি অতিরিক্ত মাত্রা বেড়ে যায়, তখন সেই সংক্রান্ত তথ্য পাকিস্তানকে জানিয়ে দেয় ভারত। এর ফলে আসন্ন বন্য পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নিতে পারে পাকিস্তান। কৃষি আর সেচের ক্ষেত্রে জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর বন্যায় কৃষি বা জল বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে যে ক্ষয়ক্ষতি হয়, তা ভারতের থেকে পাওয়া ‘হাইড্রোলজিক্যাল ডেটা’র ভিত্তিতে অনেকটাই সামাল দেওয়া সম্ভব হত।কিন্তু এ বার আর কোনও রকম সৌজন্যের পথে হাঁটতে চাইছে না ভারতীয় সরকার। তাই এই চুক্তিও আর পুনর্বহাল করবে ভারত।এই চুক্তি বাতিলে যে যথেষ্ট বড় সমস্যায় পড়বে পাকিস্তান তা বলাই যায়।

 

সম্পর্কিত খবর