দীর্ঘদিন পর বিশ্রামে যেতে চলেছে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে একটানা খেলে চলেছেন অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার কথা থাকলেও সেই সময় বিশ্রামে পাঠানো হয় নি বিরাট কোহলি কে। তবে এবার ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে বিরাট কোহলি কে বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে নির্বাচকদের তরফে।

দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দল খেলে চলেছে একের পর এক সিরিজ। সেই সব সিরিজে অনেক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হলেও বিশ্রাম পায় নি ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর তাই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলি কে। কারণ ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলার পরই ভারতীয় দল কে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তারপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর ঠিক তার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের।

26283866937de84b827f077935eaf7793603bb2c5

আর তারপরেই ভারতের রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। তাই ভবিষ্যতে ভারতের বিভিন্ন সিরিজের কথা মাথায় রেখে অধিনায়ক বিরাট কোহলি কে বিশ্রাম দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ এই সিরিজে বিরাট কোহলি কে বিশ্রাম দেওয়া হলে তার পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হবেন রোহিত শর্মা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর