সড়ক নির্মাণ নিয়ে ভারত চীনের দ্বন্দ চরমে, কূটনৈতিক চাপে জিনপিং সরকার

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (china) প্যাঙ্গোম লেকে ভারত (india) সরকার রাস্তা তৈরি করছে, বর্তমানে এমনটা অভিযোগ করেছে চীন সরকার। চীনের এক সংবাদপত্রের ভিত্তিতে এই অভিযোগের বিষয় সামনে এসেছে। চীনের তোলা অভিযোগের জবাবে ভারত সরকার জানিয়েছে, এক্সআই চীনে সড়ক তৈরির সময় ভারত সরকার কোন বিরোধিতা করেনি। কিন্তু চীন সীমান্তে ভারত সরকার লাদাখে সড়ক পথ তৈরিতে চীন সরকার কেন বাঁধা দিচ্ছে?

কোণঠাসা হচ্ছে চীন
করোনা ভাইরাসের (COVID-19) পরবর্তী পরিস্থিত্তে চীন বর্তমানে কোণঠাসা হয়ে রয়েছে। এই সময় তারা ভারতের এই আচরণকে নিয়ে আশঙ্কায় রয়েছে। কারণ তারা মনে করছে, ভারত সরকার এভাবে চীনের অংশ দখল করে নেবে। ওই অঞ্চলে প্রায়শই অঞ্চল দখলের লড়াই জারী থাকে। কখনও গ্রীষ্মের সময়ে ভারত এগিয়ে গেলেও, আবার কখনও বর্ষায় চীন এগিয়ে যায়। ভারতের এই সড়ক তৈরির বিষয়ে চীন সরকার এবারে ভয়ে ভিত হয়ে পড়ে।

চীনের অংশে সড়ক বানাচ্ছে ভারত, অভিযোগ
চীন সরকার দাবী করছে ভারত তাঁদের অঞ্চলে ঢুকে রাস্তা তৈরি করেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে এখনও এরকম কোন তথ্য পাওয়া যায় নি। সংকটের মধ্যে পড়ে চীন সরকার বর্তমানে ভারতকে ভয় পাচ্ছে।

আতঙ্কে রয়েছে চীন, পাকিস্তান
চীন, পাকিস্তান এবং তুর্কি বাদে বিশ্বের প্রায় সব দেশই এখন ভারতের পক্ষে রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের গৃহিত যেকোনো সিদ্ধান্তে সহমত হতে পারে সমস্ত দেশ, তা সে চীনের বিরুদ্ধে কোন পদক্ষেপ হোক, বা POK -কে নিয়ে কোন পদক্ষেপ। সেই কারণে বর্তমানে ভারতের থেকে আতঙ্কে রয়েছে চীন এবং পাকিস্তান।

করোনা ভাইরাস নিয়ে নিরপেক্ষ তদন্ত
আবার সম্প্রতি ভারত সহ ১০০ টি দেশের দাবিতে WHO করোনা ভাইরাসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে সম্মত হয়েছে। যেখানে বাধ্য হয়ে সম্মতি দিয়েছে চীন সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর