BIG NEWS : করোনা ভ্যাকসিন আবিষ্কারে আরও একধাপ এগিয়ে গেল ভারত, জুলাই থেকে শুরু হবে ট্রায়াল

 

বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাস থেকে সারা বিশ্বের মানুষকে একঘরে করে দিয়েছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে মার্চ মাসের 23 তারিখ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তারপর থেকে কেটে গিয়েছে আড়াই মাস। তারপর সরকার ও সাধারণ মানুষের রোজগারের তাগিদে ধীরে ধীরে আনলক পর্ব শুরু করা হয়। আনলক পর্ব শুরু হওয়ার পরই দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সে কারণেই করোনা ভ্যাকসিন আবিষ্কা করতে মরিয়া হয়ে উঠেছে গোটা দেশ।

111975573 gettyimages 1209496760

করোনা ভ্যাকসিন আবিষ্কারের এবার বড় সাফল্য পেল ভারত। করোনা ভ্যাকসিন নিয়ে যে সমস্ত দেশ গবেষণা চালাচ্ছে তাদের মধ্যে অনেকটাই এগিয়ে গেল ভারত।

ভারতের তৈরি করা টিকা ‘কো ভ্যাকসিন’ মানবদেহের ওপর পরীক্ষার জন্য অনুমতি দিল আইসিএমআর। এ প্রথম ভারতে কোনও সংস্থাকে এই অনুমতি দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে ট্রায়াল শুরু হবে। এর আগে পোলিও সহ একাধিক রোগের টিকা আবিষ্কারে বিশেষ ভূমিকা পালন করেছে এই সংস্থা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর