আইসিসিকে কড়া নির্দেশ দিল বিসিসিআই! জানিয়ে দিল পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হলে ভারত বয়কট করবে।

এবারের এশিয়া কাপের আসর বসতে চলেছে পাকিস্থানে। আর পাকিস্তানে এশিয়া কাপের আসর বসা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে তাতে পাকিস্তানে গিয়ে ভারতের ক্রিকেট খেলা কোনো ভাবেই সম্ভব নয়। অপরদিকে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর আর এই নিয়ে মুখ খুললেন এক বিসিসিআই আধিকারিক। বিসিসিআই এর সেই আধিকারিক জানিয়েছেন এশিয়া কাপ 2020 পাকিস্তানে হোক তাতে আমাদের কোন অসুবিধা নেই, কিন্তু ভারতীয় দল পাকিস্তানে গিয়ে কোন প্রকার ক্রিকেট খেলবে না।

   

2009 সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলা হওয়ার পর থেকে আর পাকিস্তানে কোন প্রকার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড অনুরোধ করলেও কোন ক্রিকেট খেলুড়ে দেশ পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে রাজি হয়নি। অবশেষে দীর্ঘ এক দশক পর কিছুদিন আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলেছে পাকিস্তান। আর তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জোরদার দাবি করা হয়েছে আসন্ন এশিয়া কাপ আয়োজন করার ব্যাপারে। কিন্তু বিসিসিআই তরফ থেকে আইসিসিকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে গিয়ে কোন প্রকার ক্রিকেট খেলবে না ভারত। আর তারপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ওয়াসিম খান বলেছেন যদি ভারত পাকিস্তানের এসে ক্রিকেট ম্যাচ না খেলে তাহলে 2021 সালে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপও বয়কট করবে পাকিস্তান দল।

বিসিসিআই এর এক আধিকারিক সংবাদ সংস্থা আইএএনএস কে জানিয়েছেন পাকিস্তানে এশিয়া কাপ হচ্ছে এই ব্যাপারে আমাদের কোন প্রকার অসুবিধার কারণ নেই, শুধুমাত্র অসুবিধা ভেন্যু নিয়ে। কারণ পাকিস্তানে গিয়ে ভারত কোন প্রকার ক্রিকেট খেলবে না সেই কারণে যাতে নিরপেক্ষ ভেন্যু তে এশিয়া কাপ আয়োজিত হয় সেটারই দাবি রেখেছে বিসিসিআই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর