ইলিশ আসছে না তো কী হয়েছে! সাহায্যের হাত বাড়াল ভারত, এবার ডিমেই হবে বাংলাদেশের পুষ্টি

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই ভারত (India) ও বাংলাদেশের মধ্যে চলছে চাপানউতোর। বাংলাদেশে বেশ কয়েকটি ভিসা সেন্টার এখনো বন্ধ রেখেছে ভারত। এই আবহেই ভারত ২ লাখ ৩১ হাজার ডিম রপ্তানি করল বাংলাদেশে। সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১১ টায় এই ডিমগুলি রপ্তানি করা হয়।

বাংলাদেশে (Bangladesh) ডিম পাঠাল ভারত (India)

সেদেশের বেনাপোল কাস্টমস চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান নিজে এই কথা জানিয়েছেন। বাংলাদেশ কাস্টমস সূত্রে খবর, এই প্রথম ভারত থেকে বেনাপোলের মাধ্যমে ডিম আমদানি করল বাংলাদেশ। ভারত থেকে রপ্তানি করা দু লক্ষাধিক ডিমের (Egg) মূল্য আনুমানিক ১১ হাজার ২৭২ মার্কিন ডলার।

আরোও পড়ুন : ‘শুরুর বয়স, আর স্বপ্নের সীমানা হয়না!’ প্রথম ঝলকেই দর্শকদের মন জয় করে নীল পায়েল-তথাগত’র নতুন মেগা

এক ডজন ডিমের মূল্য শূন্য দশমিক ৫৬ ডলার। বাংলাদেশি টাকায় প্রতি পিস ডিমের মূল্য পড়ে পাঁচ টাকা। জানা গেছে, ভারত থেকে এই বিপুল পরিমাণ ডিম বাংলাদেশে আমদানি করেছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রো ল্যান্ড সলুশন। কোলকাতার শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ এই ডিমগুলি রপ্তানি করেছে ওপার বাংলায়।

আরোও পড়ুন : রগরগে ঘনিষ্ঠতার দৃশ্যে চোখ উঠবে কপালে, ছোটদের সামনে দেখবেন না বলিউডের এই ছবিগুলি

বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল ডেইলি স্টারকে জানান, ‘আমদানি করা ডিম খাওয়ার উপযোগী কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক পাওয়া গেছে। সংশ্লিষ্ট আমদানিকারকের আমদানি ডকুমেন্টস পেয়েছি। ডিমের চালানটি দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Bangladesh Egg Price Increase

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার শাফায়েত হোসেন জানিয়েছেন, ‘ভারত থেকে আমদানি করা ডিমের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। রাজস্ব আদায় করে যত দ্রুত সম্ভব ডিমের চালাটি খালাস করে দেওয়া হবে আজই। ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের কাস্টমস কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।’


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর