ভারতে তৈরি 5G নেটওয়ার্কের সফল পরীক্ষণ, প্রথম ভিডিও কল করলেন অশ্বিনী বৈষ্ণব

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ছিল ভারতের জন্য অত্যন্ত গর্বের দিন। গতকাল ভারতে স্বদেশী টেলিকম যন্ত্রপাতির মাধ্যমে স্থাপিত 5G নেটওয়ার্ক সফলভাবে পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ (IIT Madras) এ প্রতিষ্ঠিত একটি ট্রায়াল নেটওয়ার্ক থেকে প্রথম 5G কল করেছিলেন। বলে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবার দেশের প্রথম 5G টেস্ট-বেডের উদ্বোধন করেছিলেন।

এটি আইআইটি মাদ্রাজের নেতৃত্বে মোট আটটি প্রতিষ্ঠান দ্বারা একটি বহু-প্রতিষ্ঠান সহযোগিতামূলক প্রকল্প হিসাবে বিকশিত হয়েছে। অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন যে, স্বনির্ভর 5G। IIT মাদ্রাজ-এ 5G কল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। সমগ্র নেটওয়ার্কটি ভারতে ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে। টেলিকম মন্ত্রী স্বদেশীভাবে তৈরি 5G প্রযুক্তির যন্ত্রপাতির ভিত্তিতে ভিডিও কলের পর বলেছেন যে প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

ভিডিও কলের পরে অশ্বিনী বৈষ্ণব বলেন, এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ভারতে ডেভলপ, ভারতে তৈরি এবং বিশ্বের জন্য করা আমাদের নিজস্ব 4G, 5G প্রযুক্তি পরিকাঠামোর ফলস্বরুপ। এই প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করতে হবে। সরকার আশা করছে যে এই বছরের আগস্ট-সেপ্টেম্বর নাগাদ দেশে আনুষ্ঠানিকভাবে 5G পরিষেবা চালু হবে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, আমরা IIT-Madras-এর টিমের জন্য গর্বিত যে একটি 5G টেস্ট প্যাড তৈরি করেছে যা সমগ্র 5G উন্নয়ন ইকোসিস্টেম এবং হাইপারলুপ উদ্যোগের জন্য একটি বিশাল সুযোগ প্রদান করবে। হাইপারলুপ উদ্যোগকে রেল মন্ত্রক সম্পূর্ণ সমর্থন করবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর