গিলগিট-বালতিস্তানকে নিয়ে বড় পদক্ষেপ ভারতের, জারি করা হল বুলেটিন

বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) জানিয়েছে গিলগিত(Gilgit), বালতিস্তান (Baltistan)ও মুজাফফারাবাদ (muzaffarabad)এই স্থানগুলো ভারতেরই অংশ। এই তিনটে স্থানকে ভারত সরকার এই অঞ্চলটিকে ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দাবি করেছে।

এই তিনটি স্থান ভারতেরই অংশ 

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জম্মু ও কাশ্মীর মহকুমাকে এখন জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিত-বালতিস্তান এবং মুজাফফারাবাদ বলতে শুরু করেছে।এমনকি এই ক্ষেত্রে পাকিস্তানের কোনো হুমকি শুনবে না ভারত।  এবার ভারত এই নিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে  । গিলগিট-বাল্টিজাস্টান এবং মুজফফরাবাদ, নিয়ে ভারত বিশেষ ভাবনাচিন্তা করছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পুরো জম্মু ও কাশ্মীর ও লাদাখ বাদে গিলগিত-বালতিস্তানও ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

পাকিস্তানের হস্তক্ষেপ করার অধিকার নেই 

আসলে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাকিস্তান সরকারকে গিলগিত-বালতিস্তানে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল। ভারত এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল এবং বলেছে যে পাকিস্তানের সেখানে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। পাকিস্তান অধিকৃত গিলগিত-বালতিস্তানে নির্বাচন অনুষ্ঠানের পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশের ভারত তীব্র বিরোধিতা করেছে।

পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয় 

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তার সাথে ভারতীয় পক্ষের অসন্তুষ্টি সম্পর্কে কথাও হয় এমনটাই জানিয়েছেন  ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক। পাকিস্তান অবৈধ ও বল প্রয়োগের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পুরো বিভাগ, গিলগিত বালতিস্তান সহ পুরো লাদাখ দখল করেছে।আর এই নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সঠিক বিচার করতে হবে। কারণ  পাকিস্তানও ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যটির অবৈধ অংশ দখল করেছে। আর শীঘ্রই এটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর