কাবুলের গুরুদ্বারে হামলার পর অ্যাকশনে ভারত! শিখ-হিন্দুদের ফেরাতে ই-ভিসা শুরু স্বরাষ্ট্রমন্ত্রকের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গুরুদ্বারের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় আইএসআইএস খোরাসান জঙ্গি সংগঠন। বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যুর খবর উঠে আসে। এছাড়া শিখ সম্প্রদায়ের বহু মানুষ আহত হয় বলে জানা গিয়েছে। এই খবরটি সামনে উঠে আসার পরেই এবার অ্যাকশনে নামলো ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমানে 100-রও বেশি শিখ এবং হিন্দুদের জন্য ই-ভিসা শুরু করল ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এই ঘটনা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, “কাবুলের গুরুদ্বারে আইএসআইএস খোরাসান জঙ্গি সংগঠন দ্বারা একটি বিস্ফোরণ করা হয়। এই ঘটনায় আমরা সকলে অত্যন্ত পরিমাণে চিন্তায় রয়েছি। অবশ্য ঘটনার দিকে আমরা সর্বদাই নজর রেখে চলেছি। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা ঘটনাটির নিন্দা করা হয়। আমরা সকলের সুস্থতা কামনা করছি।”

   

প্রসঙ্গত, গতকাল সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাসওয়ান এলাকায় একটি গুরুদ্বারের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের ঘটনায় আইএসআইএস খোরাসান সংগঠন জড়িত রয়েছে বলে জানা যায়। সম্পূর্ণ ঘটনায় এক নিরাপত্তা রক্ষী সহ সওয়িন্দর সিং নামে এক শিখ অধিবাসীর মৃত্যু হয়। এছাড়াও বেশ কয়েকজন শিখ সম্প্রদায়ের মানুষেরা আহত হয় বলে বলে জানা যায়। যদিও পরবর্তীকালে তাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার পাশাপাশি দীর্ঘক্ষন ধরে চলে তালিবান সরকার এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই।

India,India Government,kabul,kabul blast,Afghan Sikh,Afganistan,e visa

অবশেষে সকল সন্ত্রাসবাদীদের নিধন করা সম্ভব হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। গতকাল সম্পূর্ণ ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই গভীর রাত পর্যন্ত চলে স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক এবং বৈঠকের শেষে জানানো হয় যে, বর্তমানে একশোর বেশি শিখ ও হিন্দুদের জন্য ই ভিসা ইস্যু করতে চলেছে কেন্দ্র সরকার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর