করোনা ভাইরাসের প্রতিষেধক উৎপাদনে ভারতকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবেঃ ফ্রান্স

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও ভারত (India) সাহায্যপূর্ণ ভূমিকার জন্য বারবার প্রশংসিত হয়েছেন। বর্তমানে সমগ্র বিশ্ব এখন করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ফ্রান্সের (France) রাজদূত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নির্মাণ এবং উৎপাদনের বিষয়ে এক বড় বার্তা দিয়েছেন।

unnamed 42

ভারতের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ
মহামারির এই সংকটের মধ্যেও কোন ভেদাভেদ না করেই ভারত সকল সাহায্যপ্রার্থী দেশকে সবরকম সহায়তা দিয়েছে। অপরদিকে করোনার ভ্যাকসিন তৈরিতেও লেগে রয়েছে সকল বৈজ্ঞানিক এবং গবেষকরা। বর্তমানে ভারত থেকে করোনা ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে আশা রাখছে বিশ্বের প্রায় সমস্ত দেশ।

ফ্রান্সের মুখে ভারতের প্রশংসা
ফ্রান্সের রাজদূত ইমানুয়েল ল্যানেন বলেন, করোনা ভাইরাসের সঠিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পর, এই রোগের প্রতিষেধক এবং টিকা উৎপাদনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে যদি করোনা ভাইরাসের ভ্যাকসিনের উৎপাদনে সমগ্র দেশ থেকেই সমান ভাবে অংশ নেয়, তাহলে বিশ্বের অনেক উপকার হবে। ভ্যাকসিন এবং টিকা আবিষ্কারের বিষয়ে ভারতের ভূমিকা থাকবে সবার আগেই।

8834debb corona test

বিশ্বে করোনা পরিস্থিতি
সমগ্র বিশ্বে এখনও ৫ মিলিয়নের বেশি মানুষ বর্তমানে এই মারণ ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ৩ লক্ষ ৪২ হাজারেরও বেশি মানুষ। ভারতেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা।

ভ্যাকসিন তৈরির কাজে নিয়োজিত রয়েছে ভারত
বৈশিক স্তরে ভারত ভ্যাকসিন এবং টিকা নির্মানের দিক থেকে অনেক এগিয়ে। বিশেষ বিশেষ দল আলাদা আলাদা ভাবে এই কাজে অবতীর্ণ রয়েছে। বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা পৃথক পৃথকভাবে করোনার প্রতিষেধক আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে।

সকল দেশকেই সমানভাবে কাজে অংশ নিতে হবে
WHO দুই দ্বিবসীয় বৈঠকে সমগ্র দেশকেই করোনার প্রতিষেধক আবিষ্কারের কাজে নিয়োজিত থাকার কথা বলা হয়েছিল। এর মধ্যে ভারত এবং ফ্রান্স বৈশিক স্তরে করোনা টিকা আবিষ্কারের দিকে নিয়োজিত রয়েছে। তাঁদের কথা হল আমরা একত্রিতভাবে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াব।

Coronavirus slider

প্রশংসিত ভারত
করোনা ভাইরাসের প্রসারের প্রাক্কালেই এই ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বন্দোবস্ত করছিল। ইতিমধ্যেই ভারত থেকে ১৩৩ টি দেশে প্রায় ৪৪৬ মিলিয়ন হাইড্রক্সি ক্লোরকুইন এবং ১.৫৪ বিলিয়ন প্যারাসিটামল রপ্তানি করেছে। সেই কারণে সংকটকালীন সময়ে ব্যবহার এবং ম্যাকফাচারিং-এর দিক থেকেও ভারত অনেক প্রশংসিত হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর