সীমান্ত এলাকায় ৪৪ টি সেতু উদ্বোধন করল ভারত, সংবাদপত্রে ক্ষোভ উগরে দিল চীন

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি দেশের সুরক্ষা ব্যবস্থা আরও কড়া করতে ভারতের (India) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (rajnath singh) LAC-এর কাছে ৮৮ টি সেতু উদ্বোধন করেছেন। লাদাখ, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর অঞ্চলে গত সোমবার প্রতিরক্ষা মন্ত্রী এই সেতু উদ্বোধন করেন।

৪৪ টি সেতু নির্মান করেছে ভারত
গত সোমবার ১২ ই অক্টোবর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত চীন সীমান্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে সহজেই সীমান্তে পৌঁছাবার জন ৪৪ টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বলা হয় যে, BRO কর্তৃক নির্মিত ১০২ টি সেতুর মধ্যে ৪৪ টির কাজ সম্পন্ন হয়েছে। ভারতের এই সেতু পথ নির্মানের ফলে, সজহেই চীন সীমান্তে পৌঁছে যেতে পারবে ভারতীয় সেনারা।

ক্ষোভ উগরে দিল চীন
ভারতের এই সীমান্ত সুরক্ষা বৃদ্ধি করায় ঝাল লাগল চীন সরকার জিনপিং-এর। চীনা সংবাদপত্রে ফুটে উঠল ভারত বিদ্বেষের হুঙ্কার। চীন সরকারের দাবি এই ভাবে ভারত অবৈধভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। চীন কখনই তা মেনে নেবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝা লিজিয়ানের কথায়, উভয় পক্ষের কখনই এরকম কোন পদক্ষেপ নেওয়া উচিত নয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

দুই দেশের মধ্যেকার বৈঠকের ঠিক একদিন পর চীনা সংবাদপত্রে এই বিবৃতি পেশ করা হয়। যেখানে ঝাও জানিয়েছেন, ‘অবৈধভাবে নির্মিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং অরুণাচল প্রদেশকে চীন কখনই স্বীকৃতি দেয় না। এই বিতর্কিত এলাকায় শাসনের বিরোধিতা করছি আমরা’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর