করোনা মহামারিতেও ৮৫ টি দেশকে সাহায্য করছে ভারত, BRICS দেশগুলির সাথে মিলে তৈরি হল রণনীতি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) সংকটের মধ্যেও ভারতের (India) ভূমিকা, বিশ্বের অন্যান্য দেশকে ভারতের দিকে আকর্ষিত করেছে। এই সময় ভারত বিশ্বের ৮৫ টি দেশকে চিকিৎসা সংক্রান্ত দ্রব্য পাঠিয়ে সাহায্য করেছে। এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে।

india 4

বর্তমানে ভারতের সাথে সাথে SAARC অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ আফ্রিকাসহ আরও অনেক দেশ বিভিন্ন দেশকে সাহায্য করছে। এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রী অন্যান্য দেশকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। তিনি জানিয়েছেন, ‘মহামারি শুধুমাত্র মানুষের সাধারণ জীবন যাপনেই আঘাত হানেনি, তা অর্থনীতিতেও আঘাত হেনেছে। এই সংকটের জন্য মানুষের রোজগার এবং অর্থিক দিকেও সংকট দেখা দিয়েছে। সেই কারণে আমাদের ব্যবসার দিক থেকে সংকট মুক্ত করতে সহাওয়তা করতে হবে’।

এই ভিডিও কনফারেন্সে মহামারির প্রতিরোধ নিয়ে এবং অর্থনৈতিক দিককে মজবুত করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই বৈঠকে চীনের বিদেশমন্ত্রী, রাশিয়ার বিদেশমন্ত্রী এবং ব্রাজিলের বিদেশমন্ত্রীও অংশ নিয়েছিলেন। এছাড়াও এই বৈঠকে ভারত, দক্ষিণ আফ্রিকাও সামিল ছিল। এই BRICS দেশের উৎপাদন ৩.৬ শতাংশ আরব এবং বৈদেশিক জিডিপিতে যোগদান ১৬.৬ লক্ষ কোটি টাকা রয়েছে।

corona 21

এই সংকটের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সব দেশকে ভরসা যোগাতে এই ভিডিও কনফারেন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর