কৃষি বিলের প্রতিবাদে আজ ভারত বনধ, দেখে নিন বন্ধ থাকছে কি কি পরিষেবা

বাংলাহান্ট ডেস্কঃ এখনও প্রতিবাদরত অবস্থায় দিল্লীর রাস্তায় বসে কৃষকরা (farmer)। আবারও তাঁরা ডাক দিল ভারত বনধের। আজ গোটা ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা (Samyukta Kisan Morcha)। সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টার বনধ ডেকেছে কৃষক সংঠন।

বাংলা সহ অসম, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতে ভোটের মরশুম হওয়ায় এই ৫ টি রাজ্য ছাড়া বাকি জায়গাগুলোতে বনধের পাশাপাশি ‘রেল রোকো’ কর্মসূচীও নিয়েছে আজ অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে বন্ধ রাখার কথা বলা হয়েছে, বাজার, দোকান, যানবাহনও। এমনকি সবজি এবং দুধ পরিষেবাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধ চলাকালীন।

bandh

এই ভারত বনধের বিষয়ে কৃষক মোর্চার নেতা দর্শন পাল এক ভিডিও বার্তার মধ্যে দিয়ে জানিয়েছেন, ‘এই বন্ধ চলাকালীন সবজি এবং দুধ পরিষেবাও বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে বাজার, দোকান, যানবাহন। তবে অ্যাম্বুলেন্স, দমকল-সহ অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ রাখা হচ্ছে না’।

সংসদে কেন্দ্র সরকার ৩ টি কৃষি বিল পেশ করেছিল। এই ৩ টি বিলে সরকার পক্ষ দেখিয়েছিল কৃষকদের মুনাফা, কৃষকদের লাভ। কিন্তু সরকার বিরোধীরা এই বিলকে কৃষক স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলে প্রচার করতে থাকে। একপ্রকার নিজেদের স্বার্থ সিদ্ধি করতে কৃষকদের প্রতিবাদে এগিয়ে দেয়।

201201004153 02 india farmers protest 1130 super tease

গত চার মাস ধরে সীমান্ত- সিংঘু, গাজিপুর এবং তিকরি সীমান্তে রাস্তায় বসে প্রতিবাদ করছেন কৃষকরা। তাদের দাবি, এই কৃষক বিরোধী কৃষি আইন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। যতদিন না এই আইন বাতিল হচ্ছে, তাঁরা আন্দোলন চালিয়ে যাবে। এই বিষয়ে বহুবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসলেও কোন সমাধান সূত্র বের হয়নি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর