ভারত UNSC এর স্থায়ী সদস্য হওয়ার যোগ্য, বিদায় নেওয়ার সময় জানালেন সৈয়দ আকবরউদ্দিন

বাংলাহান্ট ডেস্কঃ সংযুক্ত রাষ্ট্র সংঘে (United Nations) ভারতের (India) স্থায়ী প্রতিনিধিত্বকারী সৈয়দ আকবর উদ্দিন অবসর নিলেন। ২০১৬ সাল থেকে এই পদে অবতীর্ণ থেকে সংযুক্ত রাষ্ট্র সংঘে ভারতের স্থান মজবুত করতে তিনি অনেক সুখ্যাতি পেয়েছিলেন। এই পদ থেকে অবসর নেওয়ার আগে UN-এর সেক্রেটারি জেনারেলের সাথে তিনি শেষবার ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন।

   

সৈয়দ আকবর উদ্দিন UN-এর সেক্রেটারি জেনারেলকে ভিডিও কনফারেন্সে জানান, ‘এই পদ থেকে অবসর নেওয়ার আগে আমরা একটা অনুরোধ আছে। ভারতীয় রীতি অনুযায়ী কোন ব্যক্তির সাথে প্রথম দেখা হলে অথবা কোন জায়গা থেকে বিদায় নেবার সময় আমরা হ্যালো বলি না বা হাত মেলাই না। আমরা ভারতীয়রা হাত জোড় করে নমস্তে জানাই। সেই কারণে আমি কথা শেষ হবার আগেই আপনাকে নমস্তে জানাতেই চাই। আর আপনিও যদি নমস্তে করেন, তাহলে আমি আমার এক সঙ্গীকে এই ছবিটা তুলতে বলব’। এর পাশাপাশি তিনি ভারতের প্রভূত প্রশংসা করে বলেছেন, ‘UN -এর স্থায়ী সদস্যপদ প্রার্থী হিসাবে ভারতের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই ভারত এই পদ অধিকারে যোগ্য। ভারত বিভিন্ন দিক থেকে উন্নতশীল একটি ধর্মনিরপেক্ষ দেশ। বিলিয়ন-প্লাস জনসংখ্যার একটি গণতান্ত্রিক দেশ। সম্ভবত এক বিলিয়ন-বেশি লোকের গণতান্ত্রিক কাঠামোর সাথে একত্রে কাজ করার ইতিহাসের একমাত্র উদাহরণ। আমরা ভিন্ন ভিন্ন সত্তাগুলির মধ্যে সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হওয়ার পাশাপাশি সংযুক্ত রাষ্ট্র সংঘে স্থায়ী সদস্য পদ লাভের দিকে এগিয়ে যাব’।

বিগত কয়েক বছরে ভারতের প্রতিনিধি হিসাবে সৈয়দ আকবর উদ্দিন UN-এতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আতঙ্কবাদী সংগঠন জৈশ ই মহম্মদের প্রধান মসুদ আজহারকে সংযুক্ত রাস্ট্রের তরফ থেকে গ্লোবাল আতঙ্কবাদী হিসাবে ঘোষণা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। চীন সরকার এই ঘটনার বিরুদ্ধাচরণ করলেও, সৈয়দ আকবর উদ্দিন থেমে থাকেনি। তিনি অক্লান্ত চেষ্টা চালিয়ে মসুদ আজহারকে গ্লোবাল আতঙ্কবাদী হিসাবে ঘোষণা করেছিলেন।

এছাড়াও, গ্লোবাল মঞ্চে চীনের তরফ থেকে প্রকাশ্যে আনা কাশ্মীরের প্রসঙ্গকে তিনি খারিজ করে দেন। বর্তমানে বিদেশ মন্ত্রালয়ের কার্যালয়ে আর্থিক বিভাগের সচিব তুরুমূর্তিকে সংযুক্ত রাষ্ট্র সংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় বিদেশ সেবার ১৯৮৫ সালের ব্যাচের একজন সদস্য এবং একাধারে একজন লেখক তুরুমূর্তি বর্তমানে সৈয়দ আকবর উদ্দিনের জায়গায় অবতীর্ণ হয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর