করোনা নিয়ে ছড়িয়ে পড়া গুজব রুখতে মাঠে নামছে ভারত, সমর্থনে এসেছে ১৩২ টি দেশ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রসঙ্গে ভুল কথায় বিশ্বাস করবেন না, এবং ভুল ধারণার (Misconception) দ্বারা প্রভাবিত হবে না এই বিষয়ে ভারতের (India) সঙ্গে বিশ্বের আরও ১২ টি সহমত পোশন করেছে UN-এর বৈঠকে। সেই কারণে একটি রিপোর্টও পেশ করা হয়েছে। প্রায় ১৩২ টি দেশ এই বিষয়কে সমর্থন করেছে।

একমত বহু দেশ
অস্ট্রেলিয়া, চিলি, ফ্রান্স, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লটলিয়া, লেবনান, মরিশাস, মেক্সিকো, নরওয়ে, সেনিগেল এবং দক্ষিণ আফ্রিকার বেশ কিছু দেশ এই উদ্যোগে সামিল হয়ে ভুল ধারণা থেকে বেরিয়ে আসার পন্থায় একমত হয়েছে।

বেরোতে হবে ভ্রান্ত ধারণা থেকে
সংযুক্ত রাষ্ট্রের মহাসচিব অ্যান্টনি গুত্রেজ জানিয়েছেন, করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া ছাড়াও, হিংসা ছড়িয়ে দেওয়া মন্তব্য, কূটনৈতিক চালের ফলে ক্ষতিকারক মনবৃত্তি এবং ভুল ধারণার জন্ম দিচ্ছে। দুবাই থেকে ভারতের স্থায়ী প্রতিনিধি জানিয়েছে, এই বিষয়ে তিনি সংযুক্ত রাষ্ট্রের প্রতিক্রিয়া মেনে নিয়ে তাঁদের এই রিপোর্টকে সমর্থন করছে। সেই সঙ্গে করোনা ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার জন্য ভ্রান্ত ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য আহ্বান করছে।

ভারতের সাথে একমত নানান দেশ
ভারতের সাথে সাথে এই উদ্যোগে সামিল হওয়া ১২ টি দেশের প্রধানরা জানিয়েছেন, করোনা ভাইরাসের সংকটের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়ানো মানবিক স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে ক্ষতিকারক হতে পারে। বর্তমান দিনে করোনা ভাইরাস বিষয়ে নানান বিতর্কিত মন্তব্য, ভিডিও পেশ করা হচ্ছে। যার ফলে মানুষ রোগের থেকে ভুল খবরে বেশই আতঙ্কিত হয়ে পড়ছে।

তৈরি হচ্ছে ভ্যাকসিন
জারী করা এই নতুন নির্দেশিকা সেইসকল মানুষদের জন্য খুবই কার্যকরী হবে, যারা ভ্রান্ত ধারনার মধ্যে রয়েছে। বর্তমান বিশ্বে বিরাট সংখ্যক বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত সঠিক প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষকে ভ্রান্ত ধারণা ভুলে সঠিকভাবে ঠিক রাস্তায় থাকতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর