সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে বিশ্ব ক্রিকেটকে চমক দিতে চলেছে ভারত।

ফের একবার বিশ্ব ক্রিকেটকে চমক দিতে চলেছে ভারত। এবার সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে চমক দিতে চলেছে ভারত। এবার গুজরাটের আমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে চলেছে ভারত। জানা গিয়েছে ইতিমধ্যেই সেই স্টেডিয়াম তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। দিন কয়েকের মধ্যেই সর্দার প্যাটেল স্টেডিয়ামের উদ্বোধন হতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে খরচ হয়েছে 700 কোটি টাকা ভারতীয় অর্থ।

এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, এই স্টেডিয়ামে একসাথে এক লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারতেন। এবার মেলবোর্নের স্টেডিয়ামকে চাপিয়ে গেল ভারতের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে একসাথে এক লক্ষ দশ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।

জানা গিয়েছে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আগামী মার্চ মাসের মধ্যেই সর্দার প্যাটেল স্টেডিয়ামের উদ্বোধন হতে চলেছে। উল্লেখ্য, এই স্টেডিয়ামের উদ্বোধন হবে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ দিয়ে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর