চীনের দাদাগিরি বন্ধ করতে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারত

বাংলা হান্ট ডেস্ক :বরাবরই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে চিন তাই ভারতের সঙ্গে চিনের সম্পর্ক ভিত অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে৷ যদিও সম্প্রতি চীনা প্রেসিডেন্ট ভারত সফরে আসার পর সেই সম্পর্কের ভিত উন্নত করার চেষ্টা চলছে কিন্তু পাকিস্তানের পর এবার ভারতের টার্গেট হয়ে উঠেছে চিন৷ তাই তো চীনকে লক্ষ্য স্ট্র্যাটেজিক পরমাণু কর্মসূচি গড়ে তোলা হচ্ছে৷ সম্প্রতি ওয়াশিংটনের ফেডারেশন অফ আমেরিকান সায়েন্সের দুই বিজ্ঞানীর গবেষণায় নিউক্লিয়ার নোটবুক প্রকাশিত হয়েছে, যেখানে পরমাণু ও অস্ত্র সংক্রান্ত বিষয়ে এই নোটবুক এক উল্লেখযোগ্য এবং নির্ভরযোগ্য বলে গণ্য করা হয়েছে৷07da111c2a191d8b55b3d15381a5041d

এমনিতেই কিছুদিন আগে ভারতীয় পরমাণু বাহিনী চীনের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা বলেছিল৷ ইতিমধ্যেই ভারত প্রায় এক শ ত্রিশটি পরমাণু বোমা তৈরির কাজ শেষ করেছে৷ যদিও এখনও পরমাণু বোমা তৈরির কাজ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে৷ আর এভাবেই প্রতিপক্ষ চীনকে দমাতে মরিয়া হয়ে উঠেছে ভারত৷ চীনের দাদাগিরি বন্ধ করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণুর উপরে আস্থা রাখছে ভারত৷

সম্পর্কিত খবর