পারমাণবিক সাবমেরিন! পাকিস্থান ও চীনের হৃদপিণ্ড, ফুসফুস, পাকস্থলী কে উড়িয়ে দেওয়ার মত মহাশক্তিশালী এবার ভারত

 

বাংলা হান্ট ডেস্ক : সুরক্ষা খাতে একসময় কংগ্রেস সরকার বরাদ্দ প্রায় বন্ধ এবং কমিয়ে দিয়েছিল। বর্তমান সরকার কোনমতেই সুরক্ষার সাথে আপোষ করতে চায় না। কিছুদিন আগেই এর রাফাল চুক্তি যে পাকিস্তান-চীন তথাকথিত অন্যান্য দেশগুলোর ঘুম ঊড়িয়ে দিয়েছিল এবার তাদের ঘুমকে উড়িয়ে দিয়ে আবার এক সাবমেরিনের কথা আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সাব মেরিন এমনি এক ভয়ানক যুদ্ধ তরী যা শত্রুপক্ষের নিশানা কে নাস্তানাবুদ করে দেয় নিমেষের মধ্যে। লুকিয়ে থাকে; কিন্তু তা যদি পারমাণবিক বোমা তৈরি হয়? তবে তা হবে আরও ভয়ঙ্কর; আরো মহাশক্তিশালী।

IMG 20190924 114917

সাবমেরিন এর জন্য ভারত সরকার রুশ এর সাথে 3.3 বিলিয়ন আমেরিকান ডলারের চুক্তি করেছে। পাকিস্তানের করাচি বন্দরের কিছুটা দূরেই নিয়োগ করা হবে একে। পাকিস্থানীদের পরিকল্পনাকে ছারখার করতে শীঘ্রই বাস্তবায়িত হবে এই পরিকল্পনা। মানে ভারতের কাছে দুটি পারোমানিক সাবমেরিন রয়েছে। যেগুলো হিন্দ সাগর ও বে অফ বেঙ্গল এ নিযুক্ত করা রয়েছে। চীন এর মহা আক্রমকে আটকানোর জন্য। ভারত রাশিয়া থেকে অকুলা ক্লাসের তৃতীয় পারমাণবিক সাবমেরিন কিনছে যা পাকিস্তানে শুধু হৃদপিণ্ড ফুসফুস নয় পাকস্থলীতে গিয়ে হামলা হানতে পারবে।

সম্পর্কিত খবর