করোনা ভাইরাসের সাথে লড়াইতে ভারত নাম্বার ১, পুরো বিশ্বে হল প্রশংসিত

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। এই রোগে এখনও অবধি মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। ভারতেও (India) এই রোগের আক্রান্তের সংখ্যা প্রায় ১১০ জন। এবং তাঁর মধ্যে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু ঘটেছে।

   

শত দুঃখের মাঝেও খুশির খবর যে অন্যান্য দেশের তুলনায় ভারতে এখনও পর্যন্ত এই রোগে কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। ভারত সরকার কিন্তু করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম ব্যবস্থা করে রেখেছে। অন্যান্য দেশের তুলনায় ভারত সরকার এই ভাইরাসের প্রতিরোধের জন্য নিজেদের সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করছে। এই বিষয়ে আমেরিকা (America), ইটালিকে (Italy) অনেক পিছনে ফেলে দিয়েছে ভারত।

আমেরিকার অনেক আগেই বিদেশ থেকে ফেরত আসা ভারতীয় নাগরিকদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ভারতে। ২২ শে জানুয়ারী থেকেই ভারতীয় এয়ারপোর্টে করোনাভাইরাসের লক্ষণ পরীক্ষা শুরু করা হয়েছিল। কিন্তু আমেরিকা ২৫ শে জানুয়ারির পর থেকে এই ব্যবস্থা শুরু করে। কিন্তু আমেরিকায় এই রোগ সম্বন্ধে জানার পরও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে, দাবী করছে আমেরিকাবাসী।

কোন অথেন্টিক অর্গানাইজেশনও ভারতের এই পদক্ষেপের বিষয়ে কোন খারাপ মন্তব্য করেননি। এই সময় ইটালির মতো ছোট দেশ করোনাভাইরাসের আঁতুড় ঘরে পরিণত হয়েছে। কিন্তু ১৩৫ কোটির দেশ ভারতে কিন্তু এই রোগ সেভাবে বিস্তার লাভ করতে পারেনি। এর কারণ হল একদম সঠিক সময়ে ভারত এয়ারপোর্টে করোনা পরীক্ষা শুরু করে দিয়েছিল। ভারত এখন বিভিন্ন দেশ থেকে নিজের দেশের নাগরিকদের ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থাও করছে। এমনকি ফিরিয়ে নিয়ে এসেছেও অনেককে। ভারত একটুও দেরী না করে তৎপরতার সাথে এই রোগের মোকাবিলা করতে শুরু হয়ে দিয়েছিল। যার ফলে এই মারণরোগ এখনও সেভাবে ভারতকে গ্রাস করতে পারেনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর