মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মতো ভারতও তাদের সৈন্যদের বলিদানের প্রতিশোধ নিতে পারেঃ অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজারহাটে এনএসজি ভবনের উদ্বোধন করেন।  এই উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রীর বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা সহ একটি সক্রিয় সুরক্ষা কৌশল গ্রহণ করেছে, এবং এখন বিশ্ব জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মতো ভারতও তাদের সৈন্যদের বলিদানের প্রতিশোধ নিতে শত্রুদেশে বিমান এবং সার্জিক্যাল স্ট্রাইক করতে সম্পূর্ণরূপে সক্ষম।সার্জিকাল এবং বিমান হামলার ক্ষেত্রে ভারত তৃতীয় দেশ।

thequint 2020 03 8c2971e0 3ad3 41aa 8068 c18e519a2fb7 AmitShah

 

তিনি আরো বলেন, “সুরক্ষার কথা বললে ভারতকে এখন বিশ্বজুড়ে শ্রদ্ধার সাথে দেখা হচ্ছে। বিশ্ব জেনে গেছে যে ভারতের এতটা সম্ভাবনা রয়েছে যে শত্রুর বাড়িতে প্রবেশ করে সে তার সেনাদের রক্তের প্রতিশোধ নিতে পারে। ” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান,ভারতের শান্তি ও সুরক্ষার জন্য জওয়ানদের নিষ্ঠা ও প্রতিশ্রুতি সমস্ত দেশবাসীর অনুপ্রেরণা , “এনএসজি ভারত সরকার থেকে যা প্রত্যাশা করে, তা মোদী সরকারের নেতৃত্বে পূরণ হবে। আমরা এমন একটি ব্যবস্থা বিকাশ করছি যার মাধ্যমে যুবকটি কমপক্ষে 100 দিন পরিবারের সাথে থাকতে পারেন। ‘

রাজ্য জুড়ে সিএএ, এনআরসি নিয়ে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণাকে দূর করতে কলকাতায় (Kolkata) সভা করতে এসেছিলেন অমিত শাহ। প্রশাসনের তরফ থেকে সম্মতি নিয়েই এই সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত অনুগামীদের উদ্দ্যেশ্যে ইতিমধ্যেই বক্তব্য রাখেন অমিত শাহ।

মঞ্চে উঠেই শ্লোগান দিলেন, ‘ভারত মাতা কি জয়’। তিনি বলেন, ‘বাংলার এই মহান মাটিকে আমার প্রণাম। লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলা থেকে ১৮ জন সাংসদ সংসদে প্রতিনিধিত্ব করছেন। বাংলায় বিজেপি আসবেই। তৃণমূলের (TMC) আমলে বাংলার প্রশাসন, আইন শৃঙ্খলা সবই এখন ধবংসের মুখে। আমাদের ৫ বছর সময় দিন। আমরা সোনার বাংলা গড়ে দেব’। এছাড়াও ‘আর নয় অন্যায়’ শ্লোগানও ধ্বনিত হয় তাঁর কণ্ঠে।

সম্পর্কিত খবর