রোহিত শর্মার অনুপস্থিতি, বিরাটের নিষ্প্রাণ ব্যাটিং এই দুইয়ের কারনেই হারতে হয়েছে ভারতকে।

ভারত বনাম নিউজিল্যান্ড এর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই ভারতকে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু কেন যে নিউজিল্যান্ড দলকে কিছুদিন আগে টি-টোয়েন্টিতে 5-0 তে হারিয়েছে ভারত সেই নিউজিল্যান্ডের কাছেই 3-0 ব্যবধানে হারতে হল ভারতীয় দলকে? তার কারণ ভারতের দুই প্রধান ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট।

রোহিত শর্মার অনুপস্থিতি:- এই নিউজিল্যান্ড সফরে চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। তারপর টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ভারতীয় দলের আরেক ওপেনার রোহিত শর্মা ছিটকে গিয়েছেন। এরফলে ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে সম্পূর্ণ নতুন ওপেনিং জুটি নিয়ে নামতে হয়। আর এটাই ভারতের হারের অন্যতম প্রধান কারণ। কারন নতুন যে ওপেনিং জুটি নেমেছিল তারা কেউই এই সিরিজে সেইভাবে দাগ কাটতে পারেনি। ফলে রোহিত শর্মা অনুপস্থিতি কোনভাবে ঢাকা গেল না এই সিরিজে।

বিরাট কোহলির নিষ্প্রাণ ব্যাট:- এই সিরিজের নিজের চেনা ছন্দের ধারে কাছেও পাওয়া যায়নি ভারত অধিনায়ক বিরাট কোহলি কে। সিরিজের তিনটি ম্যাচে বিরাট কোহলির মোট 75 রান করে, যেটা বিরাট কোহলির কাছে কোনোভাবেই কাম্য নয়। কারণ এই মুহূর্তে বিরাট কোহলি নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির কাছে আরও অনেক বেশি রান আশা করে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই সিরিজে পুরোপুরিভাবে শান্ত থাকলে বিরাট কোহলির ব্যাট। যেটা ভারতের হারের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ালো এই ওয়ানডে সিরিজে। কারণ এই মুহূর্তে ভারতীয় দল খুব বেশি নির্ভর হয়ে পড়েছে এই দুই ব্যাটসম্যানের ওপর। যদিও এই সিরিজে কে এল রাহুল শ্রেয়স আইয়াররা নজর কাড়া ব্যাটিং করেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর