আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে, রাশিয়ার সাথে মিগ নিয়ে নতুন চুক্তি করতে চলেছে ভারত !

বাংলা হান্ট ডেস্কঃ  রাফাল বিমান ভারতের (india) হাতে চলে এসেছে। এরপর বাকি রাফাল বিমান গুলো খুব শীঘ্রই ভারতে আসা শুরু করবে। রাফালের পর এবার ভারতীয় বায়ুসেনা রাশিয়া থেকে নতুন মিগ-২৯ এর ২১ টি বিমান কেনার পরিকল্পনা নিয়েছে। বায়ুসেনা এই নতুন বিমান গুলোকে নিয়ে সেটিতে আধুনিক হাতিয়ার যুক্ত করে আরও উন্নত করার পরিকল্পনা নিচ্ছে। বায়ুসেনার এই পদক্ষেপে মিগ-২৯ লড়াকু বিমান আরও শক্তিশালী হয়ে যাবে।

2 21

বায়ুসেনা ২১টি মিগ-২৯ বিমানের অধিগ্রহণ  করার প্রস্তাব খুব তাড়াতাড়ি প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের সামনে রাখতে চলেছে। যেই মিগ ২৯ বিমান গুলো এখন ভারতীয় সেনার কাছে আছে, সেগুলোকে নতুন মিগ ২৯ বিমানের সাথে আপগ্রেড করার প্রস্তুতি নিচ্ছে সেনা। বায়ুসেনা নতুন মিগ বিমান গুলোতে হাওয়া থেকে হাওয়ায় প্রহার করা ‘অস্ত্র মিসাইল” সমেত ভারতীয় আরও উন্নত মানের হাতিয়ার গুলোকে যোগ করতে চাইছে।

সুত্র থেকে জানা জায়, এই চুক্তির পর বিমান গুলোকে অন্যান্য স্বদেশী উপকরণ আর হাতিয়ারের সাথে সুসজ্জিত করা হবে। স্বদেশী হাতিয়ার গুলোর ব্যাবহার আরও বাড়ানোর জন্য বায়ুসেনা প্রধান আরকেএস ভদৌরিয়া স্পষ্ট বলেছেন যে, বায়ুসেনা লাইট এয়ারক্রাফট তেজস আর পঞ্চম জেনারেশনের এডভ্যান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের মতো স্বদেশী প্রয়াসকে সম্পূর্ণ ভাবে সমর্থন করবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর