ফের পরাজয়! দ্বিতীয় টেস্টে এই ৩ খেলোয়াড়ের জন্য হেরেছে ভারত, হতাশ অনুরাগীরা

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৩ রানে জিতেছে কিউই দল। এই জয়ে টম ল্যাথাম অ্যান্ড কোম্পানি সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড অর্জন করেছে। এদিকে, বেঙ্গালুরু টেস্টের মতো এই ম্যাচেও খারাপ ব্যাটিং টিম ইন্ডিয়ার পরাজয়ের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সোজা কথায়, নিউজিল্যান্ডের স্পিন বোলিংয়ের কাছে হার মানলেন ভারতীয় ব্যাটাররা।

দ্বিতীয় টেস্টে এই ৩ খেলোয়াড়ের জন্য হেরেছে ভারত (India National Cricket Team):

এই ম্যাচে জিততে রোহিত বাহিনীকে (India National Cricket Team) দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রান করতে হলেও পুরো দল ২৪৫ রানেই সীমাবদ্ধ ছিল। এদিকে, দেশের মাটিতে রোহিত শর্মার অধিনায়কত্বে চতুর্থ টেস্ট ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। এই প্রতিবেদনে আমরা সেই ৩ জন খেলোয়াড়ের কথা উল্লেখ করব যাঁরা পুণে টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার পরাজয়ের জন্য রীতিমতো দায়ী ছিলেন।

১. রোহিত শর্মা: প্রথমেই বলতে হবে রোহিত শর্মার কথা। তিনি এমন একজন ব্যাটার যিনি দ্রুত গতিতে আন্দোলতে পছন্দ করেন। তিনি ছন্দে থাকলে বোলারদের ঘুম উড়তে বাধ্য। কিন্তু পুণে টেস্টে চূড়ান্ত ফ্লপ হয়েছেন তিনি। প্রথম ইনিংসে রোহিত খাতা খুলতে পারেননি। এদিকে, দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক।

আরও পড়ুন: সিঙ্গেলদের জন্য সেরা ঠিকানা! এই মেলাতে এলেই খুঁজে পাওয়া যায় জীবনসঙ্গী, ভিড় জমান বহু মানুষ

২. বিরাট কোহলি: ভারতীয় দলের (India National Cricket Team) কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের সম্মুখীন হচ্ছেন। এই ম্যাচের ২ ইনিংসে মাত্র ১৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যেটি ভারতের হারের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। জানিয়ে রাখি যে, ভারতকে ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হারের মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুন: “আমি এমন ব্যক্তি নই যে…”, টেস্ট সিরিজে হারের পর বড় প্রতিক্রিয়া রোহিত শর্মার, স্পষ্ট জানালেন….

৩. ঋষভ পন্থ: বেঙ্গালুরু টেস্টে ঋষভ পন্থের দুর্দান্ত প্রত্যাবর্তন প্রশংসিত হয়েছিল। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯৯ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট ছিল সম্পূর্ণ নীরব। এই ম্যাচের প্রথম ইনিংসে পন্থের ব্যাট থেকে মাত্র ১৮ রান আসে। গ্লেন ফিলিপস তাঁকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান। এদিকে, দ্বিতীয় ইনিংসে খাতাই খুলতে পারেননি তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর