বাংলা হান্ট ডেস্ক: মেলবোর্ন টেস্টে ইতিমধ্যেই পরাজিত হয়েছে ভারত (India National Cricket Team)। এমতাবস্থায়, টিম ইন্ডিয়া ২০২৪ সাল শেষ করল পরাজয়ের মাধ্যমেই। এদিকে, বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচটির মধ্য দিয়ে নতুন বছরের সফর শুরু করবে ভারতীয় দল। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালটি টিম ইন্ডিয়ার অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও আয়োজিত হতে চলেছে আগামী বছর। এমতাবস্থায়, সামনে এসেছে ২০২৫ সালের টিম ইন্ডিয়ার খেলার সম্পূর্ণ সূচি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেই সূচি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।
২০২৫ সালের টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলার সম্পূর্ণ সূচি:
১. বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-২৫: (ভারত বনাম অস্ট্রেলিয়া) পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ: সিডনি টেস্ট ম্যাচ (৩-৭ জানুয়ারি ২০২৫)
২. ইংল্যান্ডের ভারত সফর (২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি, ৫ টি T20 এবং ৩ টি ODI):
ভারত বনাম ইংল্যান্ড T20 সিরিজ:
* ভারত (India National Cricket Team) বনাম ইংল্যান্ড (প্রথম T20): ২২ জানুয়ারি, ২০২৫ (কলকাতা, ইডেন গার্ডেন্স)
* ভারত বনাম ইংল্যান্ড (দ্বিতীয় T20): ২৫ জানুয়ারি ২০২৫ (চেন্নাই, এমএ চিদাম্বরম স্টেডিয়াম)
* ভারত বনাম ইংল্যান্ড (তৃতীয় T20): ২৮ জানুয়ারি ২০২৫ (রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম)
* ভারত বনাম ইংল্যান্ড (চতুর্থ T20), ৩১ জানুয়ারি ২০২৫ (পুণে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম)
* ভারত বনাম ইংল্যান্ড (পঞ্চম টেস্ট): ২ ফেব্রুয়ারি ২০২৫ (মুম্বাই, ওয়াংখেড়ে স্টেডিয়াম)
ভারত বনাম ইংল্যান্ড ODI সিরিজ:
* ভারত বনাম ইংল্যান্ড (প্রথম ODI): ০৬ ফেব্রুয়ারি ২০২৫ (নাগপুর, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম)
* ভারত বনাম ইংল্যান্ড (দ্বিতীয় ODI): ০৯ ফেব্রুয়ারি ২০২৫ (কটক, বারাবতী স্টেডিয়াম)
* ভারত বনাম ইংল্যান্ড (তৃতীয় ODI): ১২ জানুয়ারি ২০২৫ (আহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম)
৩. চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৫ (পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী):
* ২০ ফেব্রুয়ারি, ২০২৫ – ভারত বনাম বাংলাদেশ (দুবাই) * ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ – ভারত বনাম পাকিস্তান (দুবাই) * ১ মার্চ, ২০২৫ – ভারত বনাম নিউজিল্যান্ড (দুবাই)
* ৪ মার্চ, ২০২৫ – প্রথম সেমিফাইনাল (দুবাই)
* ৯ মার্চ – ফাইনাল (লাহোর/দুবাই)
৪. IPL ২০২৫: ১৪ মার্চ থেকে ২৫ মে ২০২৫
৫ .ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল ২০২৩-২৫: ১১ থেকে ১৫ জুন, ২০২৫
আরও পড়ুন: বছরের শেষে ICC-র কাছ থেকে বড় ধাক্কা পেলেন স্মৃতি মান্ধানা! জানলে হবেন অবাক
৬. ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (WTC ২০২৫-২৭):
* ভারত (India National Cricket Team) বনাম ইংল্যান্ড (প্রথম টেস্ট): ২০ থেকে ২৪ জুন ২০২৫ (হেডিংলে, লিডস)
* ভারত বনাম ইংল্যান্ড (দ্বিতীয় টেস্ট): ২ থেকে ৬ জুলাই ২০২৫ (এজবাস্টন, বার্মিংহাম)
* ভারত বনাম ইংল্যান্ড (তৃতীয় টেস্ট): ১০ থেকে ১৪ জুলাই ২০২৫ (লর্ডস, লন্ডন)
* ভারত বনাম ইংল্যান্ড (চতুর্থ টেস্ট): ২৩ থেকে ২৭ জুলাই ২০২৫ (ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার)
* ভারত (India National Cricket Team) বনাম ইংল্যান্ড (পঞ্চম টেস্ট): ৩১ জুলাই থেকে ৪ অগাস্ট 2025 (কেনিংটন ওভাল, লন্ডন)
৭. ভারতের বাংলাদেশ সফর:
অগাস্ট, ২০২৫ (ভারত বনাম বাংলাদেশ), ৩ টি ODI, ৩ টি T20
৮. ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর (WTC ২০২৫-২৭): অক্টোবর ২০২৫ (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ), ২ ম্যাচের টেস্ট সিরিজ
৯. এশিয়া কাপ ২০২৫:
T20 এশিয়া কাপ ২০২৫: ভারত, অক্টোবর ২০২৫
আরও পড়ুন: কার্লসেনের জন্য হল নিয়মে পরিবর্তন! এবার জিন্স পরেই খেলবেন টুর্নামেন্ট, করলেন প্রত্যাবর্তন
১০. ভারতের অস্ট্রেলিয়া সফর:
অক্টোবর থেকে নভেম্বর ২০২৫ (ভারত বনাম অস্ট্রেলিয়া), ৩ টি ODI, 5 টি T20
১১. দক্ষিণ আফ্রিকার ভারত সফর:
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৫ (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা), ২ টি টেস্ট, ৩ টি ODI এবং ৫ টি T20 ম্যাচ।