নিউজিল্যান্ডকে হারাতে গেলে ইতিহাস বদলাতে হবে ভারতকে, বিরাটের মাথাব্যথার কারণ হচ্ছে এই রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় অঘটন ঘটে গিয়েছে ভারতের জন্য। একদিকে যেমন ভেঙে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড, তেমনি অন্যদিকে শেষ চারে পৌঁছানোর লড়াইও যথেষ্ট কঠিন হয়ে গেছে বিরাট বাহিনীর জন্য। এরপর আগামী রবিবার উইলিয়ামসনের ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হতে চলেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেকোনও বিশ্বকাপেই ভারতের রেকর্ড যথেষ্ট খারাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরিখে পরিসংখ্যান দেখতে গেলে এখনও পর্যন্ত দুবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল, দুবারই হার স্বীকার করে নিতে হয়েছিল ধোনি বাহিনীকে। প্রথমবার ২০০৭ সালে জোহানেসবার্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯১ রান তাড়া করতে নেমে ১০ রানে ম্যাচ হেরে যায় ভারত। এই ম্যাচে গৌতম গম্ভীর অর্ধশত রান করলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি টিম ইন্ডিয়া। এরপর ফের একবার ২০১৬ সালে ধোনির দল মুখোমুখি হয়েছিল ব্ল্যাক ক্যাপসদের। নাগপুরে সেবার লক্ষ্য ছিল মাত্র ১২৭ রান। কিন্তু ধোনি বাহিনী অলআউট হয়ে যায় মাত্র ৭৯ রানে।

এবারের বিশ্বকাপে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘করো অথবা মরো’ ম্যাচ রয়েছে ভারতের। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলে বিশ্বজয়ের আশা মোটামুটি শেষ হয়ে যাবে বিরাট বাহিনীর। বিশ্বকাপ ছাড়াও সব মিলিয়ে টি-টোয়েন্টির ক্ষেত্রে দেখতে গেলে সেখানেও পিছিয়ে রয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ১৬ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে আটটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড এবং ছটিতে জিতেছে ভারতীয় দল।দুটি ম্যাচ টাই হলে এলিমিনেটরের সিদ্ধান্ত হয়, সেখানে অবশ্য জিতেছে টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপ,সংযুক্ত আরব আমিরশাহী,নিউজিল্যান্ড বনাম ভারত,ভারতীয় দল বিরাট কোহলি,কেন উয়িলিয়ামসন,T20 World Cup,United Arab Emirates,New Zealand vs India,Indian team Virat Kohli,Kane Williamson

এমনকি সাম্প্রতিকতম ইতিহাস দেখতে গেলেও পাল্লা ভারি কিউয়িদেরই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল দুবারই ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছে নিউজিল্যান্ড। পারেননি ধোনিরা, এখনও পর্যন্ত পারেনি বিরাট বাহিনীও, তবে ২০০৩ সালে এই রেকর্ড বদলে দিয়েছিল সৌরভের দল। সেবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় জয় তুলে নিয়েছিল ভারত। জাহির খান, আশিস নেহেরাদের দুরন্ত বোলিংয়ের সামনে সেঞ্চুরিয়ানে মাত্র ১৪৬ রানেই শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। চারটি উইকেট শিকার করে একাই কিউয়িদের ধ্বংস করে দিয়েছিলেন জাহির। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ কাইফের ৬৮ এবং রাহুল দ্রাবিড়ের ৫৩ রানের সৌজন্যে ৪৫.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারত। সেদিনের অধিনায়ক সৌরভ আজ বিসিসিআই প্রেসিডেন্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড বদলাতে হলে রবিবার সৌরভদেরই পদাঙ্ক অনুসরণ করতে হবে বিরাটদের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর