স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী অভিযানের জন্য দরকার ২৫ কোটি তেরঙ্গা, স্টক নেই ব্যবসায়ীদের কাছে

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৫ অগস্ট ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ। ওই দিন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করবে ভারত। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশপ্রেম জাগ্রত করতে অভিনব উদ্যোগ নিয়েছে মোদী সরকার। স্বাধীনতার অমৃত মহোৎসব বছরে ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত দেশের জাতীয় তেরঙ্গা অভিযানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরিপ্রেক্ষিতেই সারা দেশের বিভিন্ন বাজারগুলিতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। লক্ষ্য একটাই, প্রচুর পরিমাণে জাতীয় পতাকা কেনা। ইতিমধ্যেই, পতাকা তৈরীর সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সারাদেশে পর্যাপ্ত পরিমাণে জাতীয় পতাকা সরবরাহের জন্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (ক্যাট) নির্মাতাদের কাছে অনুরোধ করা হয়েছে।

   

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার সারা দেশে ২৫ কোটি বাড়িতে তেরঙ্গা লাগানোর লক্ষ্য স্থির করেছে। যদিও ক্যাটের তরফে প্রাপ্ত হিসেব বলছে, এখনও পর্যন্ত মাত্র চার কোটি পতাকা মজুদ করার ব্যবস্থা করা গিয়েছে। ফলত, আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা কেনার চাহিদা এবং স্টকের মধ্যে বিস্তর ব্যবধান রয়ে গিয়েছে। এখন সেই পতাকা যোগানের বন্দোবস্ত করার জন্য ক্যাট প্রয়োজনীয় সবরকম প্রচেষ্টা শুরু করে দিয়েছে।

এদিকে, ক্যাটের জাতীয় সভাপতি বি.সি ভরতিয়া এবং জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়ালের তরফে জানানো হয়েছে যে, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, ওড়িশা, বিহার, রাজস্থানের কাছে ক্যাটের উচ্চপদস্থ কর্মকর্তাদের তরফে বিশেষ অনুরোধ করা হয়েছে। বিভিন্ন রাজ্যগুলির কাপড় প্রস্তুতকারকদের সাথে যোগাযোগ করার পাশাপাশি তেরঙ্গা তৈরির পরিমাণ বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বাজারে ছোট আকারের জন্য ১০ টাকা থেকে বড় আকারের জন্য ১৫০ টাকা পর্যন্ত তেরঙা পতাকা পাওয়া যায়। যদিও, সংস্কৃতি মন্ত্রকের প্রস্তাবিত তিনটি পরিমাপ হল ২০x ৩০, ১৬x ২৪, ৬x৯। তাই এই সাইজের পতাকাগুলো সর্বোচ্চ পরিমাণে তৈরি করার জন্য ক্যাটের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এদিকে, কেন্দ্রীয় সরকার বাড়িতে জাতীয় পতাকা লাগানোর ক্ষেত্রে নিয়মগুলি বেশ খানিকটা সরল করার জন্য লোকেরা এখন তাদের বাড়িতে দিনরাত জাতীয় পতাকা লাগাতে পারবে।ফলে, এই সংশোধনীর পর স্বাভাবিকভাবেই বাজারে তেরঙা পতাকার চাহিদা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর