বাংলাহান্ট ডেস্ক : গোটা ভারত (India) জুড়ে গত ৭ জানুয়ারি শুরু হয়ে গেল ‘ভারতপোল’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেন নয়া এই ব্যবস্থার। নতুন এই ব্যবস্থায় দেশের তদন্ত প্রক্রিয়ায় আরো গতি আসবে বলেই মনে করছেন অনেকে। সিবিআই দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ডিজাইন করেছে এই ‘ভারতপোল’ নামক অনলাইন প্ল্যাটফর্ম সিস্টেম।
ভারতে (India) চালু হল ‘ভারতপোল’
এবার থেকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজ্যের পুলিশ দফতরগুলি অপরাধীদের তথ্য সরাসরি চাইতে পারবে ইন্টারপোলের থেকে। আমাদের দেশে (India) সিবিআই ইন্টারপোল সংক্রান্ত তদন্ত ও তথ্যের ‘লিঙ্ক’ হিসাবে কাজ করে থাকে। এতদিন পর্যন্ত ইন্টারপোলের সাহায্যের দরকার হলে রাজ্য পুলিশ দ্বারস্থ হত সিবিআইয়ের।
এমনকি অপরাধী যদি বিদেশে পালিয়ে গিয়ে থাকে, তখন রেড কর্নার নোটিশ জারি করার জন্যও পুলিশ শরণাপন্ন হত সিবিআইয়ের। পাশাপাশি ইন্টারপোলের থেকে ইয়েলো নোটিশ (নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির জন্য), ব্লু নোটিশ (এক ব্যক্তির কার্যকলাপ সংক্রান্ত অনুসন্ধান) জারির জন্যও সিবিআইয়ের (CBI) দ্বারস্থ হত রাজ্য পুলিশের ডিপার্টমেন্ট।
আরোও পড়ুন : কলকাতা বইমেলায় স্টল পায়নি এপিডিআর! মামলা গড়াল হাইকোর্টে
তারপর রাজ্য পুলিশের আবেদন সিবিআই পাঠাত ইন্টারপোলের কাছে। এই প্রক্রিয়ায় তদন্ত করতে যথেষ্ট সময় লেগে যায় রাজ্য পুলিশের। সেই জটিলতা দূর করার জন্যই এবার চালু হল ভারতপোল (Bharatpol)। গত ৭ই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করেন ‘ভারতপোল’। ইমেল, ফ্যাক্সের উপর নির্ভর না করে সরাসরি অনলাইন প্ল্যাটফর্মেই যোগাযোগ সম্ভব হবে রাজ্য পুলিশ ও ইন্টারপোলের।
সিবিআই (Central Bureau of Investigation) ডিরেক্টর প্রবীণ সুদের কাছে ইন্টারপোল সংক্রান্ত একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব পেশ করা হয়। তারই অংশ হিসেবে তৈরি করা হয়েছে ‘ভারতপোল।’ সিবিআই এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ভারতের এই নয়া পদ্ধতি।