অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত।

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গেল প্রিয়ম গর্গের নেতৃত্বাধীন অনুর্দ্ধ 19 ভারতীয় দল। মঙ্গলবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে 74 রানে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অর্ণব অনাকালেকরের দুরন্ত হাফসেঞ্চুরির নেপথ্যে ভারতীয় দল লড়াই করার মতো পরিস্থিতিতে পৌঁছে যায়। তারপর বল হাতেও নিজেদের ক্ষমতা জাহির করতে দেখা যায় ভারতীয় যুবাদের। কার্তিক ত্যাগী এবং আকাশ সিংহের দুরন্ত বোলিংয়ের সুবাদে এই দিন ভারতের জয়ের রাস্তা প্রশস্ত হয়।

এইদিন টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্রথমে ব্যাটিং করতে পাঠায় ভারতীয় দলকে। ব্যাট করতে নেমে পরিস্থিতির খুব একটা সুবিধা তুলতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। ওপেনার যশস্বী জয়সওয়ালের 62 এবং অর্ণব অনাকালেকরের 55 রানের সুবাদে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 233 রান তোলে ভারতের যুবরা।

233 রানের এই সহজ টার্গেট চেজ করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। ভারতীয় বোলার কার্তিক ত্যাগীর বিধ্বংসী বোলিংয়ে মাত্র চার রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আর এই পরিস্থিতি থেকে আর ঘুরে দাঁড়ানোর সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার। শেষের দিকে নেমে প্যাট্রিক্স রো এবং লিয়াম স্কট কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সেই লড়াইয়ের জয়ের জন্য যথেষ্ট ছিল না। এর ফলে মাত্র 159 রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। 74 রানে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালের পথে পাড়ি দেয় ভারতীয় ক্রিকেট দল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর