ভারতের হামলার পরিকল্পনা পাকিস্তানের, নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের নতুন সামরিক ঘাঁটি

বাংলাহান্ট ডেস্ক: এবার পাকিস্তান শ্রীনগর থেকে মাত্র দেড়শ কিলোমিটার দূরে সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করল। পাকিস্তানের এরকম পরিকল্পনা পাকিস্তান ও ভারতের সম্পর্কের মধ্যে উত্তেজনার সৃষ্টি করলো। পাকিস্তান সরকার এই সামরিক ঘাঁটি তৈরি করার জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ করেছে।

images 15 2

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সরকার প্রয়োজনে সে বিমান ঘাঁটি থেকে ভারতের উপর আক্রমণ করতে পারবে। পাকিস্তান সরকার এর আগেও মুজাফফরাবাদে সামরিক ঘাঁটি তৈরি করেছিল। এই নতুন সামরিক ঘাঁটি পাকিস্তান সরকারের শক্তি আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। তবে মনে করে হচ্ছে নিয়ন্ত্রণ রেখার এতো কাছে যুদ্ধ বিমান ঘাটি হলে
পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান এর নিশানায় থাকবে।

ভারত পাকিস্তানের সম্পর্ক কোনদিনই মধুর ছিল না। ভারত সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে আরো চরমে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান সরকার কথায় কথায় ভারতকে আক্রমণ করছে। এমন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি হুমকিও দিয়েছে ভারতকে। এরা কি পাকিস্তান সরকার ভারতের সাথে সবরকম বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করেছে। তবে ভারত সরকারের সামনে ধোপে টিকতে পারেনি পাকিস্তান। তবে এবার যেহেতু চীন পাকিস্তানকে সাময়িকভাবে সাহায্য করছে তাই খানিকটা চিন্তার বিষয় রয়ে যায়।

সম্পর্কিত খবর