নভেম্বর-ডিসেম্বরে হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। মাঠ নির্বাচন করবে আন্তর্জাতিক সংস্থা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা সবসময় আলাদা গুরুত্ব পেয়ে থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেট হোক বা ফুটবল বা হকি ভারত-পাকিস্তান ম্যাচ হলেই মাঠে দর্শক পুরো ভরে থাকে এবং এই ম্যাচ শুধু ভারত-পাকিস্তানের কাছে নয় বরং সারা বিশ্বের কাছে এক আলাদা মাত্রা পায়। আগামী নভেম্বর মাসের 29 ও 30 তারিখ অথবা নভেম্বরের 30 এবং ডিসেম্বরের 1 তারিখে হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ। অর্থাৎ ফের একবার ক্রীড়াপ্রেমিরা দেখতে পাবেন ভারত-পাকিস্তান দৌরত্ব।

জানা গিয়েছে যে আন্তর্জাতিক টেনিস সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে চলতি বছরের নভেম্বর মাসে ভারত-পাকিস্তান ডেভিস কাপের ম্যাচ হতে পারে। তবে ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে ভারতের না পাকিস্তান সেই সম্বন্ধে এখনো কোনো সঠিক তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে যে আগামী 4 ই নভেম্বর যে বৈঠক হতে চলেছে টেনিস ফেডারেশনের তরফে সেই বৈঠকেই স্থির হবে যে ভারত -পাকিস্তান ডেভিস কাপের ম্যাচ কোথায় হবে।

2009 সালে যখন শ্রীলঙ্কান ক্রিকেট টীম যখন পাকিস্তানে ক্রিকেট সিরিজ খেলতে গিয়েছিল সেই সময় শ্রীলঙ্কান ক্রিকেট বাসের ওপর জঙ্গি হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন। আর তারপর থেকে বিশ্বের কোন দেশ আর পাকিস্তানের ক্রিকেট খেলতে যায় নি, এমনকি ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাও পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় কোন দেশ। তাদের সকলের একটাই কথা পাকিস্তান আগে নিরাপত্তা সুনিশ্চিত করুক তারপর পাকিস্থানে খেলতে যাবো।

চলতি সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের ফের একবার টেস্ট ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানে গিয়ে কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ফের শ্রীলঙ্কান টিম পাকিস্তানে গিয়ে সিরিজ খেলতে অস্বীকার করে। তবে ভারতীয় টিমের পাকিস্তানে খেলতে যাওয়ার পেছনে একদিকে যেমন নিরাপত্তার কারণ রয়েছে তেমনি অপর দিকে রয়েছে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা।

অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন যে আগামী 4 ই নভেম্বর যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে যদি পাকিস্তান নিরাপত্তার ব্যাপারটি পুরোপুরি ভাবে সুনিশ্চিত করতে পারে তবেই ভারতীয় টিম পাকিস্তানের গিয়ে টেনিস ম্যাচ খেলবে নাহলে পাকিস্তানে গিয়ে টেনিস ম্যাচ খেলার কোন আশা নেই। উল্লেখ্য কাশ্মীর থেকে ধারা 370 তুলে দেওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরো তলানিতে পৌঁছেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর