একী কাণ্ড! ট্রেন হাইজ্যাকের দায় ভারতের ঘাড়ে চাপাল পাকিস্তান, শুরু তুমুল হইচই

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় পণবন্দি হয়েছেন ১৮২ জন পাক নাগরিক। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনার দায়ভার স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। সূত্রের খবর, বালুচ বিদ্রোহীদের হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন পাক সেনা।

ভারতকে নিয়ে পাকিস্তানের (India-Pakistan) ভয়ঙ্কর অভিযোগ

এই আবহেই পাকিস্তানের মাটিতে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনার দায়ভার ভারতের (India-Pakistan) উপর চাপালেন পাক সরকারের এক পদাধিকারী। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ ভারতের (India-Pakistan) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছেন, ‘এই হামলার পিছনে হাত রয়েছে ভারতের।আফগানিস্তানের মাধ্যমে ভারত এই হামলা পরিচালনা করেছে।’

আরও পড়ুন : ১৬৩ বছরের ইতিহাসে এই প্রথম! কলকাতা হাইকোর্টে যা হল… জানলে গর্ব হবে!

তাহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বালুচ বিদ্রোহীদের মধ্যে যোগসাজশের বিষয়ে বলতে গিয়ে রানা সানাউল্লাহ এদিন দাবি করেন, ‘এই কর্মকাণ্ড যে ভারত করেছে তাতে কোনও সন্দেহ নেই। আফগানিস্তানে বালুচ বিদ্রোহীরা নিরাপদ আশ্রয়ে রয়েছে।’ পাকিস্তানের (Pakistan) একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিস্ফোরক দাবি করেন।

আরও পড়ুন : ‘মুসলিমদের আঘাত করার জন্য…’! ‘চ্যাংদোলা’ ইস্যুতে মমতা গর্জে উঠতেই, পাল্টা ‘গিরগিটি’ বললেন শুভেন্দু

তিনি বলেন, ‘ভারত আফগানিস্তানে বসে ষড়যন্ত্র করছে। পাকিস্তানের শত্রুরা যে আফগানিস্তানে যথেষ্ট সক্রিয় সে ব্যাপারে আর সন্দেহ নেই। এটা কোনও রাজনৈতিক বিষয় বা এজেন্ডার অংশ নয়, এটা ষড়যন্ত্র।’ আরও এক ধাপ এগিয়ে রানা সানাউল্লাহ বলেন, ‘তাহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) উভয়কেই সমর্থন করে যাচ্ছে ভারত।

India-Pakistan train hijack issue.

শুধু ভারতের (India) বিরুদ্ধে অভিযোগ নয়, এদিনের সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা আফগানিস্তানকে রীতিমত হুঁশিয়ারির সুরে বলেন, ‘ স্পষ্ট ভাষায় আমরা আফগান সরকারকে বলেছি এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে। তালিবান সরকার ক্ষমতায় আসার আগে এই ধরনের ঘটনা এতটাও মাথাচারা দেয়নি। তবে তালিবান আমলে আফগানিস্তানে পাকিস্তান বিরোধী কার্যকলাপ বেড়েই চলেছে। তালিবান সরকার যথাযথ পদক্ষেপ না নিলে পাকিস্তান নিজেই ব্যবস্থা নেবে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর